রোটারি ক্লাব অব চিটাগাং কমার্শিয়াল সিটির সভা

27

রোটারি ক্লাব অব চিটাগাং কমার্শিয়াল সিটির ৪৩তম পাক্ষিক সভা ৪ অক্টোবর চট্টগ্রাম ক্লাব লি. এ ক্লাবের সভাপতি রোটারিয়ান মো. শাহীন আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগরের সিনিয়র জেল সুপার মোঃ কামাল হোসেন। সভায় অতিথি বক্তা বলেন- কারাগারে কয়েদীদের জামিন, মুক্তি, বদলিসহ সাক্ষাতকারের যাবতীয় তথ্যবলী ম্যানুয়েল বোর্ডে লাগানোর ফলে বিভিন্ন সমস্যার সৃষ্টি হত। কয়েদীসহ সংশ্লিষ্ট সকলের সুবিধার্থে কর্তৃপক্ষের মহান আন্তরিক প্রচেষ্টায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে জিডিটাল বোর্ড স্থাপন করার ফলে সকলেই উপকৃত হচ্ছে বলে উল্লেখ করেন।এছাড়াও তিনি দেশে বিভিন্ন অপরাধ ঘটিয়ে কারাভোগকারীদের কারামুক্তির পর স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা ও পুনরায় অপরাধে না জড়ানোর জন্য সরকারের গৃহিত ব্যাপক উদ্যোগ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। তিনি কারা ভোগের পর পরিবার নিয়ে স্বাভাবিক জীবন যাপনের লক্ষ্যে কর্মসংস্থান সৃষ্টি ও জেলখানায় কয়েদীদের তৈরিকৃত বিভিন্ন হস্তশিল্প পন্য ক্রয় করে সহযোগিতা প্রদানের জন্য রোটারিয়ানসহ সমাজসেবিদের এগিয়ে আসার আহবান জানান। এ প্রেক্ষিতে এসিস্টেন্ট গর্ভণর রোটারিয়ান জাহিদা আক্তার মিতা আাগামী নভেম্বর ২০১৯ মাসে অনুষ্ঠিত চট্টগ্রাম ওমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ কর্তক আয়েজিত বানিজ্য মেলায কয়েদীদের তৈরীকৃত পন্যের একটি ফ্রি স্টল বরাদ্দ প্রদানের আশ্বাস প্রদান করেন। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন- এ্যাসিস্ট্যান্ট গর্ভণর রোটারিয়ান জাহিদা আক্তার মিতা, এ্যাসিস্ট্যান্ট গর্ভণর রোটারিয়ান আমিন উল্লাহ মোর্শেদ, পাস্ট এ্যাসিস্ট্যান্ট গভর্ণর রোটারিয়ান রেজাউর রহমান খোকন, আরসি চট্টগ্রাম সুগন্ধার প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ শাহ আলম আরসি কর্মাশিয়াল সিটির ভিপি মোহাম্মদ ইসহাক, সেক্রেটারী মোহাঃ সেলিম উদ্দিন, ট্রেজারার রোটাঃ মোঃ আমজাদ হোসেন, ডাইরেক্টর ডাইরেক্টর প্রকৌশলী মোঃ এমরান হোসেন, ডাইরেক্টর প্রকৌঃ রোটাঃ মোঃ রফিকুল ইসলাম, মেম্বার মোঃ ইকবাল হোসেন, রোটাঃ লুর্পনা মুৎসুদ্দি, রোটাঃ দাউদ হায়দার, রোটাঃ প্রকৌশলী শাহীন চৌধুরী, রোটাঃ ডাঃ হাসিনা পান্না, আরসি ওয়াটার ফলে রোটাঃ মোঃ শাহ আলম, অতিথি-প্রকৌঃ শিহাব উদ্দিন, মোঃ জিয়াউর রহমান, জহুরুল ইসলাম উজ্জল, মোঃ আরফান উল্লাহ চৌধুরী, মোঃ সাইফুল ইসলাম, রোটার‌্যক্টর সিপি বিপ্লব সরকার, তাসলিম হাবিবা আনজুম , শাকিল ইমন, সাদ্দাম হোসাইন, মিনার মন্ডল, সমির সিদ্দিক, শরিফুল ইসলাম, উজ্জল কান্তি দাশ, রাজ কুমার চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি