রোটারি ক্লাবের পিপিই ও হ্যান্ড স্যানিটাইজার প্রদান

31

সম্প্রতি নগরীর রামপুর এলাকায়, সোসেফ অটিজম সেন্টারের রোটারী ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল এর উদ্যোগে করোনা ভাইরাস থেকে ডাক্তার ও স্টাফদের সুরক্ষিত রাখতে রোটারি জেলা ৩২৮২ ,গভর্নর এম আতাউর রহমান পীর মহোদয়ের আহব্বানে। সোহেল অটিজম সেন্টারের পরিচালক মোঃ মিজানুর রহমানের এর নিকট ডাক্তার ও স্টাফদের সুরক্ষিত রাখতে ১০ টি পিপিই,১০ টি হ্যান্ড ,স্যানিটাইজার ও মাস্ক দেওয়া হয়। পিপিই ও হ্যান্ড স্যানিটাইজার মাস্ক তুলে দেন, রোটারি ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল এর প্রতিষ্ঠাতা সভাপতি ও ডিপুটি গভর্নর পিপি রোটারিয?ান মোঃ নজরুল ইসলাম নান্টু। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্তমান প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ মাসুদুর রহমান খান, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান এস এম আবদুল হাকিম, রোটারিয়ান ডাঃ জনি সরকার, আরো উপস্থিত ছিলেন কর্মকর্তারা। ডিপুটি গভর্নর পিপি রোটারিয়ান মোঃ নজরুল ইসলাম নান্টু তার বক্তৃতায? বলেন, করোনা ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ার ফলে স্মরনকালের যে ভয়াবহ মানবিক বিপর্যয়ের চলমান রয়েছে এতে মনোবল না হারিয়ে, আতংকগ্রস্ত না হয়। সুরক্ষা সামগ্রী ব্যবহার করে রোগীদের পাশে দাঁড়ানোর জন্য সকল ডাঃ ও নার্সদের প্রতি আহব্বান জানান। বিজ্ঞপ্তি