রোটারি কর্ণফুলী জোন ও ইম্পেরিয়েল ক্লাবের ত্রাণ বিতরণ

45

গতকাল বিকালে রোটারী ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল ও কর্ণফুলি জোনের যৌথ উদ্যোগে কোভিড১৯ লকডাউন এ ক্ষতিগ্রস্ত সুবিধাবঞ্চিতদের জন্য খাদ্য সামগ্রী নগরীর বেপারীপাড়া এলাকায় ৫০ টি পরিবারের মাঝে বিতরণ করা হয়। প্রত্যেকে পরিবারের জন্য ৫ কেজি চাল, ১কেজি ডাল, ১ কেজি তেল, ২ কেজিআটা ,একটিসাবান ১কেজিচিনি, ২ কেজি আলু ,১ কেজি পিয?াজ ,১কেজি লবণ বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব চিটাগং ইম্পেরিয়ান এর প্রতিষ্ঠাতা সভাপতি ও ডিপূটি গভর্নর রোটারিয়ান মোহাম্মদ নজরুল ইসলাম নান্টু , ক্লাবের বর্তমান সভাপতি রোটারিয়ান মাসুদুর রহমান খান এর সভাপতিত্বে কার্যক্রম পরিচালনা করা হয়। আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশন কমিটির ডিরেক্ট্রর রোটারিয়ান আবুল কালাম আজাদ তুহিন, সার্ভিস প্রোজেক্ট ডিরেক্ট্রর রোটারিয়ান ডাঃ জনি সরকার, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান এসে এম আবদুল হাকিম, রোটারিয়ান নুরুল ইসলাম মঞ্জু , রোটারিয়ান ইঞ্জিনিয়ার রনি সরকার ও সিপিডএল ওনার এসোসিয়শনের এর সভাপতি মোঃ শওকত আনোয়ার চৌধুরী , অর্থ সম্পাদক আকবর খান, সাংবাদিক বৃন্দ। রোটারি ক্লাব চিটাগাং ইম্পেরিয়াল এর প্রতিষ্ঠাতা সভাপতি রোটারিয়ান মোহাম্মদ নজরুল ইসলাম নান্টু বলেন রোটারি ক্লাব আর্ত-মানবতার সেবায় বিশ্বব্যাপি কাজ করে যাচ্ছেন, তারই ধারাবাহিকতায় কোভিড ১৯ এ লকডাউনে কর্মহীন ক্ষতিগ্রস্ত সুবিধাবঞ্চিতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম। তিনি প্রথমে ধন্যবাদ জানান রোটারির আন্তর্জাতিক প্রেসিডেন্ট মার্ক মেলনী, রোটারির জেলা ৩২৮২ এর গভর্নর এম আতাউর রহমান পীর ও কর্ণফুলি জোনের ল্যাফটেন্ট গভর্নর মাহফুজুল হক কে রোটারি ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদানের সহযোগিতা করায় এবং রোটারি ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল এর যৌথ অর্থায়নে কোভিড১৯ লকডাউন মানুষ কর্মহীন হওয়ারার ফলে সুবিধা বঞ্চিত মানুষের পাশে খাদ্য সামগ্রী বিতরণ সম্পন্ন করা হয়। এটা একটা নৈতিক ও সামাজিক দায়িত্ববোধ মনে করেন। সামাজিক দুরত্ব বজায় রেখে দায়িত্বশীল ভূমিকা পালন করতে। নিজে ভালো থাকুন সুস্থ ও নিরাপদে থাকুন অন্যকে ভালো রাখতে, সবাইকে ঘরে থাকার জন্য অনুরোধ জানান। ক্লাব সদস্যদের ও উপস্থিত সাংবাদিক সহ সবাইকে সহযোগিতা করায় অভিনন্দন জানান। উলে­খ্য উক্ত কার্যক্রম সরকারি বিধি মোতাবেক পরিচালনা করা হয়। এবং দোকানে টোকন দিয়ে সুবিধাবঞ্চিত মানুষের খাদ্য সামগ্রী গ্রহণ করার জন্য ব্যবস্থা রাখা হয়েছে। এ কার্যক্রম পর্যাক্রমে চলবে। তিনি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহব্বান জানান। বিজ্ঞপ্তি