রেয়াজউদ্দিন বাজার আড়তদার কল্যাণ সমিতির সাধারণ সভা

53

রেয়াজউদ্দিন বাজার আড়তদার কল্যান সমিতির বার্ষিক সাধারণ সভা গত ১১ জানুয়ারি রেয়াজউদ্দিন বাজার চৈতন্যগলিস্থ সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। রেয়াজউদ্দিন বাজার আড়তদার কল্যান সমিতির সভাপতি মঈন উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. আজগর হোসেনের সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভায় সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন রেয়াজউদ্দিন বাজার আড়তদার কল্যান সমিতির সাধারণ সম্পাদক মো. ফারুক শিবলী। অর্থ সম্পাদকের রিপোর্ট পেশ করেন অর্থ সম্পাদক মো. রুহুল কাদের। সাধারণ সভায় উপস্থিত ছিলেন রেয়াজউদ্দিন বাজার আড়তদার কল্যান সমিতির সিনিয়ন সহ সভাপতি এম রাজু আহাম্মেদ, সহ-সভাপতি মো. কামাল উদ্দিন, সহ-সভাপতি মো. নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক মো. ফারুক শিবলী, যুগ্ম সম্পাদক মো. আজগর হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আব্বাস হোসেন, অর্থ সম্পাদক রুহুল কাদের, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মো. সাইফুল আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. হারুনুর রশিদ লিটন, দপ্তর সম্পাদক মো. আবু তৈয়ব কালু, নির্বাহী সদস্য মো. জাফর, জিয়াউল হক, আবদুস সামাদ, সমিতির সাবেক সভাপতি আলহাজ আবুল বশর, সাবেক সাধারণ সম্পাদক এম সাইফুদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক মো. আসলাম, মো. তারেক, সমিতির সদস্য জাফর আহাম্মদ, শাহজাহান প্রমুখ। সভায় বক্তারা বলেন, রেয়াজউদ্দিন বাজারের আড়তদারেরা পচনশীল কৃষিপন্য তরি- তরকারী বাজারজাত করার মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছেন। তাই আড়তদারদের বিদ্যমান সমস্যা নিরসনে সরকারের সুদৃষ্টি কামনা করেন। সভায় সাধারণ সম্পাদক মো. ফারুক শিবলী বলেন, বিআরটিসি মোড় থেকে তিনপুল মাথা পর্যন্ত চৈতন্য গলিতে ওয়াসা কর্তৃক খোড়াখুড়ির কারণে ক্রেতা-ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের প্রতিদিন সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই অবিলম্বে চৈতন্য গলি সংস্কার করার জন্য তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের হস্তক্ষেপ কামনা করেন। সভায় সমিতির আগামী নির্বাচন সুষ্ঠ ও সুন্দরভাবে সুসম্পন্ন করার লক্ষ্যে সর্বসম্মতিক্রমে একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। সাধারণ সভায় রেয়াজউদ্দিন বাজার আড়তদার কল্যান সমিতির বিপুল সংখ্যা সদস্য উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি