রেলের জমিতে বেসরকারি স্থাপনা চট্টগ্রামবাসী মেনে নেবে না

45

সিআরবিতে রেলওয়ের জায়গায় বেসরকারী মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের সিদ্ধান্ত চট্টগ্রামবাসী কোন অবস্থায় মেনে নেবে না। গত ১৬ ফেব্রূয়ারি বিকেল ৩ ঘটিকার সময় গণ-অধিকার ফোরাম উত্তর, দক্ষিণ, মহানগর শাখার যৌথ উদ্যোগে প্রতিবাদ সভা সংগঠনের মহানগর সভাপতি আবু মোহাম্মদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক নুর উদ্দীন হোসেন নুরের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে গণ-অধিকার ফোরামের চেয়ারম্যান প্রবীণ রাজনীতিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, চট্টগ্রামের গণমানুষের বিরুদ্ধে অবস্থান নিয়ে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল করার যে কোন অপশক্তি কালো মানুষগুলোকে প্রতিহত করা হবে। প্রধান বক্তার বক্তব্য রাখতে গিয়ে গণ-অধিকার ফোরামের মহাসচিব এম এ হাশেম রাজু বলেন, চট্টগ্রামের রেলের জায়গা হলেও এটি চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্যের প্রতীক। এই জমির সাথে চট্টগ্রামের মানুষের রক্তের সম্পর্ক। রেলের সম্পদ পবিত্র ও জাতীয় সম্পদ হিসেবে বিবেচিত। এ সম্পদ রক্ষা করা জনগণের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। তিনি আরো বলেছেন, সরকার এই জাতীয় সম্পদকে হাসপাতাল করার নামে বহুজাতিক কোম্পানিকে স্বল্পমূল্যে লিজ প্রদানের মাধ্যমে মানুষের অধিকার খর্ব করেছে। তিনি আগামী এক সপ্তাহের মধ্যে এই লিজ বাতিল করে রেলের সম্পদ সংরক্ষণের জন্য প্রধানমন্ত্রী কাছে আহŸান জানান। সভায় ন্যাপ নেতা ছিদ্দিকুল ইসলাম বলেছেন, বাংলাদেশের জাতীয় সম্পদ রেলের ভূমি নিয়ে ছিনিমিনি খেলা চলছে দীর্ঘদিন। এই সম্পদ হরিলুট চলছে। এমনিভাবে চলতে দেওয়া যায় না। রেলের সম্পদ নামমাত্র মূল্যে শিল্পপতিদের কাছে লিজ দেওয়া জাতির জন্য লজ্জাজনক। এই সম্পদ ১৯ কোটি মানুষের সম্পদ। এই সম্পদকে রক্ষার মাধ্যমে রেলকে একটি জাতীয় যোগাযোগ মাধ্যম ও শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে ধরে রাখতে হবে। নগরের সভাপতি আবু মোহাম্মদ হোসেন চৌধুরী বলেছেন, অতীতে জনগণের সম্পদ ও রেলের সম্পদ নিয়ে যারা ছিনিমিনি খেলেছে তারা কেউ রক্ষা পায়নি। আজো পাবে না। চট্টগ্রামসহ সমগ্র বাংলাদেশে রেলের অসংখ্য সম্পদ ভূমিদস্যুদের হাতে লিজ দেওয়া হয়েছে। অতি দ্রুত এই লিজ বাতিল করে রেলের সম্পদ রেলকে ফিরিয়ে দেওয়া দাবি জানান। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন চগঅফো’র উত্তরের আহব্বায়ক নুরুল হাকিম লোকমান, দক্ষিণ জেলা শাখার যুগ্ম আহব্বায়ক হাজী নুর মোহাম্মদ, আলহাজ্ব নওশা মিয়া, অধ্যাপক আবদুস সাত্তার শামস, নগর শাখার সিনিয়র ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমদুল রহমান খান, সমাজবাদী রেজাউল করিম, লিটন বড়ুয়া, ডা. অঞ্জন দে, ভবতোষ সরকার, অধ্যক্ষ ইউনুস কুতুবী, অনুতোষ দত্ত বাবু, অ্যাডভোকেট জসিম উদ্দিন, মওলানা আনোয়ার ইসলাম খান, যুগ্ম মহাসচিব দিদারুল ইসলাম, জাফর আহমেদ, মোহাম্মদ ইসমাইল, সোলায়মান বাদশা, সহকারী মহাসচিব জানে আলম, রফিকুল ইসলাম, ৭১ মুক্তিযুদ্ধ ফোরামের সাধারণ সম্পাদক জোছনা আকতার জুনু প্রমুখ। বিজ্ঞপ্তি