রেলওয়ে শ্রমিক লীগের বিক্ষোভ মিছিল

2

বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মো. লোকমান হোসেন বলেন, দীর্ঘদিন যাবৎ ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের বকেয়া টিএ-ডিএ পরিশোধ করে বেতন বোনাস পেনশনখাতে পর্যাপ্ত বাজেট বরাদ্দ করে যথাসময়ে পরিশোধ করার ব্যবস্থা করে শ্রমিকদের প্রতি সহনশীল হয়ে রেলওয়ের রানিং কর্মচারীদের মাইলেজ নিয়ে সৃষ্ট জটিলতা অবিলম্বে নিরসন করে অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন বাতিল করে শ্রমিকদের ন্যায্য দাবি মেনে পদোন্নতি বিধান মোতাবেক প্রাপ্যতা অর্জনকারীদের দ্রæত পদোন্নতি দিতে হবে। গত ৭ নভেম্বর সিআরবি চত্বরে বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এক বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহব্বান জানান। এ সময় আরো বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা অরুন কুমার দাশ, সহ-সভাপতি শহিদুল ইসলাম শহিদ, অতিরিক্ত সাধারণ সম্পাদক গোকুল চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক খোন্দকার মো. সাইফুল ইসলাম মামুন, সাংগঠনিক সম্পাদক মো. সাইমুম হোসেন ভোর, সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু সুফিয়ানসহ অন্যান্য নেতৃবৃন্দ।