রেড ক্রিসেন্ট চট্টগ্রামের শীতবস্ত্র বিতরণ

29

মানুষ মানুষের জন্য। এই পরম ব্রত নিয়ে কাজ করে যাচ্ছে রেড ক্রিসেন্ট চট্টগ্রাম। শীত আসলেই বোঝা যায় যে শীতের প্রকোপ কতোটা, আর শীতের নির্মমতা বোঝার জন্য একবার চট্টগ্রামের রাস্তায় রাতে চোখ বুলালেই বুঝা যায়। এই সব অসহায় মানুষদের উষ্ণতার পরশ দিতে শীতের শুরুতে পথে পথে শীতবস্ত্রহীন নিম্নআয়ের ও অসহায়দের পাশে মানবতার সেবার ব্রত নিয়ে পাশে দাঁড়িয়েছে রেড ক্রিসেন্ট চট্টগ্রাম। মানবিকতার এ কার্যক্রম গত ২৬ নভেম্বর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রামের উদ্দ্যোগে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর বাস্তবায়নে নগরীর বিভিন্ন এলাকায় প্রতিবন্ধী, ভাসমান দোকানদার, মুচি, ভ্যানচালক, রিক্সাচালক অসহায়, নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। উক্ত বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড সদস্য ও চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম, রেড ক্রিসেন্ট চট্টগ্রাম সিটি ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য আনোয়ার আজম, যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের যুব প্রধান মো. ইসমাইল হক চৌধুরী ফয়সাল ও যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের কার্যকরী পর্ষদ সদস্যবৃন্দ। এসময় ডা. শেখ শফিউল আজম বলেন, শীতের এ সময়ে আশে পাশের অসহায় মানুষকে সহযোগীতায় হোক মানুষের মূল লক্ষ্য। বিজ্ঞপ্তি