রেডক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের কম্বল বিতরণ

139

কাতারস্থ রেডক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় নগরীর শীতার্ত, দুঃস্থ, অসহায় ও এতিমখানার শিশুদের মাঝে কম্বল বিতরণ শুরু করেছে রেডক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিট। গত মঙ্গলবার চসিক কনফারেন্স হলে এ কম্বল বিতরণ উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ আ.জ.ম.নাছির উদ্দিন। রেডক্রিসেন্ট সোসাইটি নগরের দু্স্থঃ মানুষের শীত নিবারণের জন্য সিটি রেডক্রিসেন্ট ইউনিট ও বিভিন্ন মাধ্যম হতে ৫ হাজার কম্বল সংগ্রহ করে। এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রেডক্রিসেন্ট সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান এমএ ছালাম। এ সময় উপস্থিত ছিলেন চসিক সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর মনোয়ারা বেগম মণি, সিটি মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাসেম, সিটি ইউনিট এর সাধারণ সম্পাদক আবদুল জব্বার,সদস্য সাফরাত জাহান, এইচ এম সালাহউদ্দিন, ইউএল ও আজরুল সফদার, যুব রেডক্রিসেন্ট চট্টগ্রামের যুব প্রধান ইসমাইল হক চৌধুরী প্রমুখ।
এ সময় সিটি মেয়র আলহাজ আ.জ.ম নাছির উদ্দীন বলেন, মানব সেবা একটি মহৎ কাজ। এ আর্ত-মানবতার সেবায় নিজেকে বিলিয়ে দেওয়ার মধ্যেই রয়েছে জীবনের স্বার্থকতা। জীবনের উদ্দেশ্য শুধু নিজেকে সুখী করা নয় বরং উদ্দেশ্য হওয়া উচিত অন্যকে সুখী করা। পৃথিবীতে সেই মানুষগুলোই সবচেয়ে সুখী, যারা নিজেদেরকে আর্তমানবতার সেবায় বিলিয়ে দিতে সক্ষম হয়েছে। এ প্রসঙ্গে সিটি মেয়র আরো বলেন, নিজের জন্য নয় সমাজ ও মানুষের সেবা করার মাঝেই রয়েছে সবচেয়ে বড় আনন্দ। তাই আর্ত মানবতার সেবায় উদ্বুদ্ধ করতে হবে আমাদের সমাজকে। এতে সামাজিক অপরাধসমূহ কমে যাওয়ার পাশাপাশি সমাজে শান্তি-শৃঙ্খলা ফিরে আসবে। সামাজিক বন্ধনও সুদৃঢ় হবে। সিটি মেয়র গরীব ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করার জন্য সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, দারিদ্রতা কোনো অভিশাপ নয়। দারিদ্রতাকে জয় করতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। আপনারা আপনাদের সন্তানদের স্কুলে পাঠান। যাঁরা আজকে অসহায় হয়ে কম্বল গ্রহণ করছেন, তারা শিক্ষা গ্রহণ মাধ্যমে আপনার সন্তান আপনার অবস্থার পরিবর্তন করবে। আপনার সন্তান শিক্ষা গ্রহনের ক্ষেত্রে একটি পয়সাও খরচ করতে হবে না। বরং উল্টো আপনার সন্তানকে লেখাপড়ার জন্য উপবৃত্তি, বিনামূল্যে বই ও টিফিনের ব্যবস্থা করেছে সরকার। যারা স্বল্প শিক্ষিত তাদের জন্য রযেছে কারিগরি শিক্ষা। মেয়র আর্তমানবতার সেবায় সমাজের আর্থিকভাবে স্বচ্ছল ও বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। বিজ্ঞপ্তি