রেডক্রিসেন্ট চট্টগ্রামের সবজি বিতরণ

40

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ গত ১৮ মার্চ থেকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের ব্যবস্থাপনায় যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের বাস্তবায়নে যুব স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে চট্টগ্রাম মহানগর ও উপজেলা পর্যায়ে কোভিড-১৯ অপারেশনের অংশ হিসেবে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাকাল, জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিভিন্ন সরকারী-বেসরকারী গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থাপনা, তার আশ-পাশের এলাকা, নগরীর বিভিন্ন পয়েন্টে স্থাপিত পুলিশ বক্স, ঘনবসতি এলাকা, বাজারসহ বিভিন্ন ধর্মীয় উপসনালয়ে জীবাণুনাশক স্প্রে ছিটানো, মাস্ক, জনসচেতসতামূলক লিফলেট ও মাইকিং করা হয়। লকডাউনে খাদ্য সমস্যা দেখা দিয়েছে দুস্থ পরিবারগুলিতে। এমতাবস্থায় সেইসব দুস্থ পরিবারগুলির হাতে খাদ্য সামগ্রী হিসেবে কাঁচা সবজি তুলে দিয়ে তাদের পাশে দাঁড়ালেন রেড ক্রিসেন্ট চট্টগ্রাম। ৩ মে পশ্চিম বাকলিয়ার রসুলবাগ আবাসিক এলাকাস্থ খানশাহ কলোনীতে দুস্থ পরিবারের হাতে ৩ ধরনের শাক, আলু, ঢেঁডস, মিষ্টি কুমড়া, টমেটো, ছোলা কাঁচা মরিচ এবং সোসাইটি থেকে প্রেরিত ফুড প্যাকেজ, ইউনিটের নিজস্ব উদ্যোগে ত্রাণ নগরীর কর্ণফুলী নদীর পাড়স্থ জেলে পাড়ায় জেলে পরিবারের মাঝে, সেগুনবাগান এলাকায় ক্যান্সাররোগে আক্রান্ত ব্যক্তির পরিবার, চকবাজার, বাকলিয়া, সদরঘাট, পাঁচলাইশ ও চান্দগাঁও সহ বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া নিয়মিত ইফতার বিতরণ সেবা কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ১৮নং ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসক, নার্স ও ওয়ার্ড বয়সহ অন্যান্যদের জন্য ইফতার প্রেরণ করা হয়। কার্যক্রমসমূহের সার্বিক তত্ত¡াবধাণে ছিলেন বাংরাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড সদস্য ও চট্টগ্রাম জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম, সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান এম.এ ছালাম, চট্টগ্রাম জেলা ইউনিটের সেক্রেটারী নুরুল আনোয়ার চৌধুরী বাহার ও সিটি ইউনিটের সেক্রেটারী আব্দুল জব্বার। যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের যুব প্রধান ইসমাইল হক চৌধুরী ফয়সালের নেতৃত্বে কার্যক্রম সমূহে উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্ট ইউনিট লেভেল অফিসার আবদুর রশিদ খান, সিটি ইউনিটের ইউনিট লেভেল অফিসার মুহাম্মদ ইয়াহইয়া বখতিয়ার, যুব উপ প্রধান-২ মো. মঈনুল ইসলাম, দপ্তর বিভাগীয় প্রধান আ.ন.ম তামজীদ, ক্রীড়া ও প্রচার-প্রকাশনা বিভাগীয় প্রধান কৃষ্ণ দাশ, কার্যকরী পর্ষদ সদস্য ও স্বেচ্ছাসেবকরা। বিজ্ঞপ্তি