রেজিস্ট্রেশন কমপ্লেক্স দলিল লেখক সমিতির শপথ অনুষ্ঠান

74

চট্টগ্রাম রেজিস্ট্রেশন কমপ্লেক্স দলিল লেখক সমিতির নব নির্বাচিত কার্যকরি পরিষদের কর্মকর্তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান গত ১১ মার্চ জাতীয় সঙ্গীত পরিবেশন এবং জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বের সভাপতি সমিতির প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক হুমায়ুন কবির নব নির্বাচিত সভাপতি মো. নুর উদ্দিন চৌধুরীকে শপথ বাক্য পাঠ করান। নব নির্বাচিত অন্য কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করেন দ্বিতীয় পর্বের সভাপতি মো. নূর উদ্দিন চৌধুরী। চট্টগ্রাম রেজিস্ট্রেশন কমপ্লেক্স দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মো. আকবর আলীর সঞ্চালনায় শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-চট্টগ্রামের ভারপ্রাপ্ত জেলা রেজিস্ট্রার মো. মোস্তাফিজ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন চান্দগাঁও সাব রেজিস্ট্রার মো. আজাহার আলী খান ও পাহাড়তলী সাব রেজিস্ট্রার জেড এম ইমরান আলী। এতে অতিথি ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রিয় স্টিয়ারিং কমিটির সদস্য সচিব আবুল কাশেম আজাদ, বাংলাদেশ দলিল লেখক সমিতির উপদেষ্টা সৈয়দ মো. আবু তালেব, সহ-সভাপতি মো. জসিম উদ্দিন, সিনিয়র যুগ্ম মহাসচিব আলহাজ এম মোক্তার আহমেদ, সমিতির সদ্য বিদায়ী ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ আহাম্মদ আবদুল কাইয়ুম, চট্টগ্রাম রেজিস্ট্রেশন কমপ্লেক্স দলিল লেখক সমিতির সাবেক সভাপতি আলহাজ মো. এয়াকুব, আলহাজ মো. আলী আল কারাছ, আলহাজ মোহাম্মদ ইউনুস, এসএস আলম, সাবেক উপদেষ্টা, আলহাজ এম. আবদুল মালেক, সমিতির নির্বাচন কমিশনার মানিক লাল বিশ্বাস, আলহাজ শেখ মোরশেদ মঞ্জুর, মো. খায়রুল আলম, মুহাম্মদ মোরশেদ উদ্দিন চৌধুরী, সাবেক নির্বাচন কমিশনার আলহাজ নুরুল আলম, আলহাজ গোরফান উদ্দিন, সমিতির প্রবীন সদস্য তপন কান্তি চৌধুরী, রনজিত কুমার দাশ, কানু চন্দ্র মজুমদার, চট্টগ্রাম রেজিস্ট্রেশন কমপ্লেক্স দলিল লেখক সমিতির সিনিয়র সহ-সভাপতি হাজী মোহাম্মদ আইয়ুব, সহ-সভাপতি আলহাজ এম জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আকবর আলী, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ এরশাদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এম.এ নেওয়াজ, অর্থ সম্পাদক আলহাজ মো. মনিরুল ইসলাম, প্রচার সম্পাদক দীপংকর আচার্য্য, সমাজ কল্যাণ, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ মামুনুর রশিদ, দপ্তর সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ, পরিষদ সদস্য যথাক্রমে মোহাম্মদ কামরুল ইসলাম, আবু হেনা মোস্তফা কামাল, মোহাম্মদ জয়নাল আবেদীন হিরু, কাজী মোহাম্মদ রোকনুজ্জামান, মোহাম্মদ আকবর, সুমন মজুমদার, এম.বখতিয়ার আহমেদ, মোহাম্মদ আবু আলমগীর, মোহাম্মদ দিদারুল আলম, মোহাম্মদ জয়নাল আবেদীন ও মো. সিরাজুল ইসলাম। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মো. জয়নাল আবেদীন হিরু ও গীতাপাঠ করেন সুমন মজুমদার। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ভারপ্রাপ্ত চট্টগ্রাম জেলা রেজিস্ট্রর মোস্তাফিজ আহমেদ বলেন, সরকারি রাজস্ব আহরণে দলিল লেখকেরা দায়িত্বশীল ভূমিকা পালন করছে। তাই দলিল লেখকদের বিদ্যমান বিভিন্ন সমস্যা নিরসনে বর্তমান সরকার যথেষ্ট আন্তরিক। তিনি রেজিষ্ট্রেশন সেক্টরের সাথে দলিল লেখকদের সুসম্পর্ক ভবিষ্যতেও অব্যাহত রাখার আহবান জানান। চট্টগ্রাম রেজিস্ট্রেশন কমপ্লেক্স দলিল লেখক সমিতির নবনির্বাচিত কর্মকর্তাদের পক্ষ থেকে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে সমিতির বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি