রেকর্ড গড়ে পেপেকে নিল আর্সেনাল

27

ফ্রান্সের লিল থেকে কোত দি ভোয়ার উইঙ্গার নিকোলাস পেপেকে রেকর্ড ট্রান্সফার ফিতে দলে নিয়েছে আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি বৃহস্পতিবার জানায়, ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের সঙ্গে পাঁচ বছরের চুক্তি হয়েছে।
ট্রান্সফার ফি নিয়ে আর্সেনাল কিছু না জানালেও ব্রিটিশ গণমাধ্যমগুলো বলছে পেপেকে নিতে খরচ হয়েছে প্রায় ৭ কোটি ২০ লাখ পাউন্ড, যা ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ছিল গত বছর ৫ কোটি ৬০ লাখ পাউন্ডে বরুসিয়া ডর্টমুন্ডের স্ট্রাইকার পিয়েরে-এমেরিক আউবামেয়াংকে নেওয়া।
আর প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড়দের তালিকায় ম্যানচেস্টার ইউনাইটেডের পল পগবা (৮ কোটি ৯০ লাখ পাউন্ড) ও রোমেলু লুকাকু (৭ কোটি ৫০ লাখ পাউন্ড) এবং লিভারপুরের ভার্জিল ভন ডাইকের (৭ কোটি ৫০ লাখ পাউন্ড) পর চতুর্থ স্থানে আছেন পেপে।
লিলের হয়ে লিগ ওয়ানে ৭৪ ম্যাচ খেলে ৩৫ গোল করেন আর্সেনালে ১৯ নম্বর জার্সি পাওয়া পেপে। গত মৌসুমে লিগ ওয়ানে গোল করা আর অ্যাসিস্ট মিলিয়ে তার চেয়ে এগিয়ে ছিলেন কেবল পিএসজির কিলিয়ান এমবাপে।