রূপোলি ডানার পাখি

54

নদীর কিনারে একাকী রেখে তুমি যেওনা হে পাখি;
আমাকে উঠিয়ে নাও তোমার রূপোলি ডানায়,
তোমার ভাষার সাথে আমার আশার বড় মিল,
এখানে একাকী আমি তুমিও একাকী;

অস্তগামী সূর্যের মতন স্নিগ্ধ এ সন্ধ্যায়-
আমাকে নিয়ে যাও রাতের অন্ধকারে;
তোমার চেনা আঁধারে দাও ঠাঁই হে রূপোলি পাখি,
মহীয়ান করো প্রাণটা তোমার;

আমি তো নিয়েছি বুঝে তোমার গোপন ব্যথা,
একাকীত্বের সাথী হবো হে প্রিয় পাখি;
এ অসহ্য সীমানায় বসে আছি কষ্টের প্রহর গুনে
একবার শুনে নাও আমার ব্যাকুল ভাষা।