রুশোকে টপকাতে পারেনি কেউই

33

রিলেরুশো, দক্ষিণ আফ্রিকান এই ব্যাটসম্যান গত বিপিএলে খেলেছিলেন খুলনা টাইটানসের হয়ে। সেবার ব্যাট হাতে ঝলক দেখাতে না পারায় এবারের আসরে তাকে ছেড়ে দিয়েছিল দলটি। সুযোগটা লুফে নেয় গত আসরের শিরোপা জয়ী রংপুর রাইডার্স।
রংপুর এবার ফাইনালে যাওয়ার আগেই আসর থেকে বিদায় নিলেও রুশো করেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন রেকর্ড। আসরে নিজের প্রথম ম্যাচে দশ রানের কোটা পার হতে না পারা এই প্রোটিয়া ব্যাটসম্যান করেছেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান! পেছনে ফেলেছেন প্রথম আসরে ১২ ম্যাচে ৪৮৬ রান করা আহমেদ শেহজাদকে। ১৪ ম্যাচে ১৩ ইনিংস ব্যাটিং করে পাঁচটি অর্ধশতক আর এক শতকে ৬৯.৭৫ গড়ে করেন ৫৫৮ রান।
রুশোর পরে আছেন মুশফিকুর রহিম। চিটাগং ভাইকিংগসের হয়ে ১৩ ম্যাচে ৩৫.৫০ গড়ে করেছেন ৪২৬ রান। এক ম্যাচে সর্বোচ্চ ৭৫ রান সহ মুশফিকের আছে ৩টি অর্ধশতকের ইনিংস।
এরপর তিন নম্বরে আছেন সিলেট সিক্সার্সের উইকেট কিপার ব্যাটসম্যান নিকোলাস পুরান। এই ওয়েস্ট ইন্ডিয়ান করেন ১১ ম্যাচে ৪৭.৩৭ গড়ে ৩টি অর্ধশতকের ইনিংস সহ ৩৭৯ রান।