রুমানার একটি অনুরোধ

25

বাংলাদেশে পুরুষ ক্রিকেটাররা যতটা জনপ্রিয় নারী ক্রিকেটাররা তার ধারে-কাছেও নেই। অথচ ছেলেদের আগে দেশকে এশিয়া কাপের শিরোপা উপহার দেওয়ার কৃতিত্ব মেয়েদের। তবু স্পন্সর কোম্পানি থেকে শুরু করে সংবাদ মাধ্যমের আগ্রহের কেন্দ্রে মাশরাফি-সাকিব-তামিমরা। এ নিয়ে ভীষণ হতাশ অভিজ্ঞ নারী ক্রিকেটার রুমানা আহমেদ।
বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তিনি সাংবাদিকদের বলেছেন, “আপনাদের কাছে আমাদের একটা দাবি কিংবা অনুরোধ আছে। আপনারা যত আমাদের কথা প্রচার করবেন, ততই আমরা এগিয়ে যাবো। দক্ষিণ আফ্রিকায় আমাদের ইমার্জিং দল যে ভালো খেলেছে সেটা দেশের খুব কম মানুষই জানতে পেরেছে। অথচ ছেলেদের ‘এ’ দল বা অনূর্ধ্ব-১৯ দল নিয়ে অনেক খবর থাকে। আমাদের অনুপ্রাণিত করতে আপনারাই বড় ভূমিকা রাখতে পারেন। মেয়েদের ক্রিকেটকে এগিয়ে নিতে আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি।”
‘মেয়েদের জন্য আলাদা বিপিএল কতটা প্রয়োজন এখন?’ এমন প্রশ্নে অলরাউন্ডার রুমানার জবাব, ‘এ বছর আমরা এখনও আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাইনি। যেখানে আন্তর্জাতিক ম্যাচই খেলতে পারছি না, সেখানে বিপিএলে খেলার কথা চিন্তা করি কীভাবে? তবে এটা শুরু হলে আমরা দ্রুত উন্নতি করতে পারবো।’

ঈদে ছুটি নেই নারী ক্রিকেটারদের
দক্ষিণ আফ্রিকা সফর শেষে মঙ্গলবার দেশে ফিরেছেন নারী ক্রিকেটাররা। তবে ঈদের ছুটি পাচ্ছেন না তারা। ৩১ আগস্ট স্কটল্যান্ডে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব। এই টুর্নামেন্টকে সামনে রেখে আজ বৃহস্পতিবার মিরপুর ক্রিকেট একাডেমিতে শুরু হচ্ছে মেয়েদের প্রস্তুতি ক্যাম্প। ঈদের মধ্যেও একাডেমিতে থাকতে হবে সালমা-রুমানাদের।
ইমার্জিং দল নামে খেললেও দক্ষিণ আফ্রিকায় জাতীয় দলের কয়েকজন ক্রিকেটার খেলেছেন। প্রোটিয়াদের মাটিতে মেয়েদের সাফল্য ভালোই। টি-টোয়েন্টি সিরিজে হেরে গেলেও ওয়ানডে সিরিজ জিতেছে লাল-সবুজ দল।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে নারী ক্রিকেট দলের মেন্টর নাজমুল আবেদীন ফাহিম সংবাদ মাধ্যমকে বললেন, ‘আগামীকাল (আজ) থেকে প্রস্তুতি ক্যাম্প শুরু হবে। ক্যাম্প চলার সময়েই ঢাকা মেট্রো অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে দুটো প্রস্তুতি ম্যাচ খেলবে মেয়েরা। এখানে ক্যাম্প শেষে ১৫ আগস্ট নেদারল্যান্ডসের পথে রওনা হবে দল। সেখানে ১০ দিনের আবাসিক ক্যাম্প হবে, পাশাপাশি চারটি প্রস্তুতি ম্যাচ খেলবো আমরা।’
এমন ব্যস্ত সূচি নিয়ে অভিজ্ঞ ক্রিকেটার রুমানা আহমেদের মন্তব্য, ‘আমাদের কাজ হলো ক্রিকেট খেলা। সামনে যেহেতু টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব, তাই পরিশ্রম করতেই হবে। ঈদের ছুটিতেও আমরা প্রস্তুতি ম্যাচ খেলবো।’