রুদ্রপাল যুব উন্নয়ন সমবায় সমিতির চিকিৎসা সেবা

228

চট্টগ্রাম রুদ্রপাল যুব উন্নয়ন সমবায় সমিতির উদ্যোগে গত ১৮ জানুয়ারি লোহাগাড়ার দক্ষিণ বড়হাতিয়া গ্রামে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। শ্রী বন্ধু গৌর গোবিন্দ মন্দির বিগ্রহের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রায় ২২৫ জনকে চিকিৎসা সেবা দেয়া হয়। কর্মসূচি উদ্বোধন করেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ইএনটি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান ডা. রতন বিকাশ রুদ্র। চিকিৎসা সেবা দেন মেডিসিন বিশেষজ্ঞ ডা. চন্দন সাহা, শিশুরোগ বিশেষজ্ঞ ডা. বিশ্বজিৎ বড়ুয়া, ডেন্টাল সার্জন ডা. বিভূ রঞ্জন ধর। বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচিতে সহায়তা করে নাভানা, ফার্মাসিয়া ও গ্লোব ফার্মাসিউটিক্যাল লিমিটেড। সার্বিক সহযোগিতায় ছিলেন চট্টগ্রাম রুদ্রপাল যুব উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান মন্টু বিকাশ রুদ্র, ভাইস চেয়ারম্যান মানিক রুদ্র, নিত্যরঞ্জন রুদ্র, মহাসচিব ও অগ্রণী ব্যাংকের ম্যানেজার অমল রুদ্র, সহ মহাসচিব কাজল পাল, অর্থসচিব অধ্যাপক ডা. রুপম রুদ্র, সহ অর্থসচিব ভবতোষ রুদ্র, সহ সংগঠনিক সচিব দীপংকর রুদ্র, সমাজকল্যাণ সচিব ব্যবসায়ী সমীর রুদ্র, দপ্তর সচিব মিলন রুদ্র, ডা. সনজিত রুদ্র, ইন্দুভূষণ রুদ্র এবং দক্ষিণ বড়হাতিয়া সর্বজনীন মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি পংকজ রুদ্র স্বপন, সহ সভাপতি সনজিৎ রুদ্র, মাধব রুদ্র, সাধারণ সম্পাদক রাজকুমার রুদ্র, যুগ্ম সাধারণ সম্পাদক শিবানন্দ রুদ্র, অর্থ সম্পাদক কৃষ্ণানন্দ রুদ্র ও সাংগঠনিক সম্পাদক ডা. রাজীব রুদ্র। বিজ্ঞপ্তি