রিয়াল শিবিরে ৯ ইনজুরি

39

রিয়াল মাদ্রিদকে মাঠের খেলাতে বেশ বিবর্ণ দেখাচ্ছে। ক্রিস্টিয়ানো রোনালদো চলে যাওয়ার পর দল যে ধুঁকছে তা বেশ ভাল করেই বোঝা গেছে গেল মৌসুমে। তাই তো ২০১৯-২০২০ মৌসুমে এডেন হ্যাজার্ড, লুকা জোভিচসহ আনা হয়েছে বেশ কিছু নতুন মুখকে। তবে রিয়াল মাদ্রিদের জন্য সব থেকে বড় কাল হয়ে দাঁড়িয়েছে ফুটবলারদের ইনজুরি। এ মৌসুম এখনও ভাল করে শুরুই হয়নি আর এর মধ্যেই রিয়াল মাদ্রিদের আটজন ফুটবলার নয়বার ইনজুরির কারণে হাসপাতাল দেখতে হয়েছে। প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে ঈবারের মৌসুমের সব থেকে বড় ইনজুরিতে পড়েন মার্কো অ্যাসেনসিও। বা পায়ের লিগামেন্ট ছিঁড়ে পুরো মৌসুমই শেষ হয়ে যায় এই স্প্যানিশ তারকার। অ্যাসেনসিওর পর একে একে ইনজুরিতে পড়েন নতুন রিয়াল মাদ্রিদের যোগদান করা ফারল্যান্ড মেন্ডি। এরপর থিবো কোর্তোয়া, লুকা জোভিচ, ব্রাহিম দিয়াজ, রদ্রিগো গোস, এডেন হ্যাজার্ড এবং হামেস রদ্রিগেজ। ইনজুরির কারণে লিগের দুই ম্যাচ শেষ হয়ে গেলেও এখনও অভিষেক হয়নি এডেন হ্যাজার্ডের। আর তরুণ ব্রাজিলিয়ান রদ্রিগো গোসও ইনজুরিতে পড়ে দলের সাথে খেলতে পারেনি এখনও। এছাড়া তরুণ স্প্যানিশ তারকা ব্রাহিম দিয়াজ এই মৌসুমেই দুইবার ইনজুরিতে পড়েছেন। আর রিয়াল মাদ্রিদের ইনজুরির তালিকায় শেষ নামটি যুক্ত হয়েছে কলম্বিয়ান তারকা ফুটবলার হামেস রদ্রিগেজ। পরবর্তী ম্যাচে ২ সেপ্টেম্বর ভিয়ারিয়ালের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।