রিমঝিম বর্ষায়

50

ঢাক ঢাক গুড় গুড়
এই মেঘ রোদ্দুর
বর্ষার আকাশে
উড়বে সে পাখি হয়ে কোথা পাবে পাখা সে?

মাখবে সে বিষ্টি নবধারা পানি জল
মন চায় মেঘ হতে চোখ তাই টলমল
ছলছল মাঠঘাট খেলাধুলা বন্ধ
কেতকী হতাম যদি হতো কী মন্দ?

রূপকথা রাত যেন জোনাকির পাহারা
ছাতিমের ঘ্রাণে ডুবে কে যায়, কাহারা?
নিশ্বাস উসখুস ফিসফাস চলছে
ব্যাঙ্গমা ব্যাঙ্গমি যেন কথা বলছে।

ধুর ছাই এই সব স্বপ্নের ছিলো ঘোর
রিমঝিম বর্ষায় সংগীতে হলো ভোর।