রিডার্স স্কুল এন্ড কলেজে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

79

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শত তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে রিডার্স স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ এক আলোচনা সভা, র‌্যালি ও শিশু কিশোর সমাবেশের আয়োজন করা হয়। সরকার ষোঘিত জাতীয় শিশু দিবসের এ অনুষ্ঠানে সভাপতি ছিলেন অধ্যক্ষ মোস্তফা রেজাউল মনির। এতে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির চেয়ারম্যান মঈনুদ্দীন কাদের লাভলু। বিশেষ অতিথি ছিলেন ম্যানেজিং ডিরেক্টর লায়ন শফিকুর রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে তাদের মাঝে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা জাগাতে হবে। আগামী দিনে দেশকে যোগ্য নেতৃত্ব দিতে তাদের চিন্তা, চেতনা ও মননে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দেওয়ার বিকল্প নেই। শিক্ষক মন্ডলী ও ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে এ বিশেষ আলোচনা সভায় সঞ্চালনা করেন উক্ত প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ আব্দুল্লাহ ওমর ফারুক। শিক্ষকদের মধ্যে ছিলেন জাহাঙ্গীর হোসাইন, রাবেয়া ইয়াসমিন, রনি কুমার, শাহ এমরান, তাওকিরুল আলম, ইমাম হাসান, জাকিয়া উম্মে তোহফা, সায়েদা ইয়াসমিন, পুলক বড়ুয়া, তৃপ্তি বড়ুয়া, তোফায়েল আহমেদ, ইসমাত জেরিন, জিনাত রেহানা, রোমানা নাজনীন, খাইরুন নাহার, নয়ন বড়ুয়া, নুরুল আনোয়ার, মো. আফতাব, সানজিদা, সাজেদা, জাহেদা, রাবেয়া, নাজমিন রেশমা, মোকসেদুল-হক, আব্দুস সোবহান, রাসেল আমিন প্রমুখ। বিজ্ঞপ্তি