রিজেন্সীর তৃতীয় জয়

38

সিজেকেএস কনফিডেন্স সিমেন্ট প্রথম বিভাগ ক্রিকেট লিগে তৃতীয় জয় পেয়েছে। গতকাল সাগরিকা মহিলা কমপ্লেক্স মাঠে তারা চতুর্থ রাউন্ডের খেলায় কোয়ালিটি স্পোর্টসকে ১১৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে। এর আগে রিজেন্সী এসসি তাদের প্রথম খেলায় উল্লাস ক্লাবের বিপক্ষে ১৫ রানে জয় পায়। কিন্তু দ্বিতীয় খেলায় ফিরিঙ্গীবাজার লাকি স্টার ক্লাবের কাছে পাঁচ উইকেটে পরাজিত হয়। তৃতীয় খেলায় ওপিএ-কে ৫৫ রানের ব্যবধানে হারিয়ে আবার জয়ের ধারায় ফিরে আসে। অন্যদিকে কোয়ালিটি স্পোর্টস তাদের প্রথম খেলাটিতে বৃষ্টির কারণে নিমতলা লায়ন্স ক্লাবের সাথে পয়েন্ট ভাগাভাগি করেছে। দ্বিতীয় খেলায় আগ্রাবাদ নওজোয়ান ক্লাবের কাছে ৪৫ রানে পরাজিত হলেও নিজেদের তৃতীয় খেলায় স্টার ক্লাবকে ১৬২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে জয়ের ধারায় ফিরে আসে। চার খেলা শেষে রিজেন্সী এসসি পয়েন্ট ৬ এবং সমান সংখ্যক খেলায় কোয়ালিটির ৩ পয়েন্ট। সকালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে রিজেন্সী স্পোর্টস ক্লাব আবদুল্লাহ আল মামুনের অনবদ্য ৮১, সাকিবুল আলমের ৫০ এবং মোহাম্মদ আসলাম হোসেনের ২৫ রানের উপর ভর করে ৪৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৩৩ রানের সংগ্রহ দাড় করায়। কোয়ালিটির হয়ে এইচএম জুয়েল চারটি এবং সুজন দাশ তিনটি উইকেট তুলে নেন।
জবাবে ব্যাট করতে নেমে কোয়ালিটি স্পোর্টস উদ্বোধনী জুটি থেকে ৬৩ রানের দারুণ সূচনা পায়। ব্যক্তিগত ২৭ রানে হোসেন ফিরে গেলে তিন নম্বর ব্যাটসম্যান এইচ এম জুয়েলকে নিয়ে ৮৭ রান পর্যন্ত এগিয়ে যান অপর উদ্বোধনী ব্যাটসম্যান মুসকুন উদ্দিন আসিফ। মুসকুন উদ্দিন আসিফ ব্যক্তিগত ৩৮ রানে প্যাভিলনমুখি হলে অপরাপর সতীর্থ ব্যাটসম্যানদের ব্যর্থতায় দলীয় ইনিংস ২৮.৫ ওভারে ১১৯ রানে থেমে যায়। অন্যদের মধ্যে এইচএম জুয়েল ২১ এবং সুজন দাশ ১১ রান করেন। রিজেন্সী এসসি হয়ে ইয়াসিন আরাফাত ও আকাশ রহমান তিনটি করে এবং আসলাম হোসেন দুটি উইকেট নেন। আজকের খেলা- সিটি কর্পোরেশন গ্রিন বনাম শতদল জুনিয়র।