রাসূলের (স.) প্রতি প্রেমই খোদাপ্রাপ্তির পূর্বশর্ত

50

আল্লামা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্ (মা.জি.আ.) বলেছেন, ‘আল্লাহ রাব্বুল আলামীন মানুষের দুনিয়াবী জীবনে তিল পরিমাণ সৎ কাজের পুরস্কার এবং অসৎ কাজের শাস্তি পরকালে তাঁর বিচারালয়ে প্রদান করবেন এবং বিচারালয়ে আল্লাহ পাক তাঁর প্রিয় হাবীব (স.)’র সুপারিশের ভিত্তিতেই পুরস্কার ও শাস্তি প্রদান করবেন। সুতরাং, রাসূলের (স.) প্রতি প্রেমই খোদাপ্রাপ্তির পূর্বশর্ত। তাই এ পথ অনুসরণের জন্যে আল্লাহ পাক পবিত্র কোরআন ও তাঁর প্রিয় বন্ধু হযরত রাসূলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেন মানুষের জীবন অনুশীলনের মানদন্ড ও অনুসরণীয় আদর্শ হিসেবে। প্রকৃত খোদাভীতি ও রাসূলে পাক (দ.) অনুসৃত পথে জীবনাদর্শ অনুশীলনের মাধ্যমে সমাজে শান্তি, শৃঙ্খলা, ঐক্য, সাম্য, সমৃদ্ধ ও সুশীল সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব’।
আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় গতকাল শুক্রবার নামাজে জুমার খুৎবায় তিনি এসব কথা বলেন। এতে উপস্থিত ছিলেন আওলাদে রাসূল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ্ (মা.জি.আ.) ও শাহ্জাদা আল্লামা সৈয়্যদ মুহাম্মদ হামিদ শাহ্ (মা.জি.আ.)। নগরীর ষোলশহরস্থ জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া ময়দানে অনুষ্ঠিত নামাজ শেষে আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ্ (মা.জি.আ.) এর হাতে হাজার হাজার মুসল্লী সিলসিলায়ে আলীয়া কাদেরিয়া ত্বরিকায় দিক্ষিত হন এবং হুজুর কেবলা (মা.জি.আ.) নব-দিক্ষিত মুরিদদেরকে যথাযথভাবে হযরাতে মাশায়েখ কেরামের নির্ধারিত ‘ছবক’ আদায় করার পাশাপাশি মাঝহাব ও মিল্ল­­াত, ঈমান-আক্বিদার ভিত্তিকে মজবুত করার নির্দেশ দেন। হুজুর কেবলায়ে আলম’র নির্দেশাবলী বাংলায় তরজমা করেন জামেয়ার শায়খুল হাদীস আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী। পরে আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ্ (মা.জি.আ.) বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলিম উম্মাহ’র শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে দো’য়া ও মুনাজাত পরিচালনা করেন।
এতে আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন, সেক্রেটারী জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল জেনারেল সেক্রেটারী মোহাম্মদ সামশুদ্দিন, জয়েন্ট জেনারেল সেক্রেটারী মোহাম্মদ সিরাজুল হক, অ্যাসিস্টেন্ট জেনারেল সেক্রেটারী এসএম গিয়াস উদ্দিন শাকের, ফাইন্যান্স সেক্রেটারী মোহাম্মদ সিরাজুল হক, প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারী প্রফেসর কাজী শামসুর রহমান, আন্জুমান সদস্য মোহাম্মদ আলী, আবদুল কাদির খোকন, তসকীর আহমদ, কেন্দ্রীয় গাউসিয়া কমিটি বাংলাদেশ’র চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ অছিয়র রহমান, উপাধ্যক্ষ মাওলানা ড. আ ত ম লিয়াকত আলী, আনজুমান সদস্য মুহাম্মদ কামাল উদ্দিন চৌধুরী, এস এ চৌধুরী, মুহাম্মদ নূরুল আমিন, সাহাজাদ ইবনে দিদার, মুহাম্মদ আনোয়ারুল হক, শেখ নাসির উদ্দিন আহমেদ, নূর মোহাম্মদ কন্ট্রাক্টর, মুহাম্মদ আবুল কাসেম, মোহাম্মদ আবদুল হামিদ, মুহাম্মদ আবদুল হাই মাসুম, মুহাম্মদ কমর উদ্দিন সবুর, গাউসিয়া কমিটি বাংলাদেশ’র কেন্দ্রীয় পর্ষদের যুগ্ম সচিব অ্যাড. মোছাহেব উদ্দিন বখতেয়ার, মাহবুব খান, সাংগঠনিক সম্পাদক এসএম মাহবুব এলাহী সিকদার, চট্টগ্রাম মহানগর’র সাবেক সভাপতি আবুল মনছুর, সাবেক সম্পাদক মুহাম্মদ মাহবুবুল আলম, সাবেক সহ-সম্পাদক ছাবের আহমদ, সাবেক সমাজ সেবা সম্পাদক আশেকে রসুল বাবু, সাবেক দপ্তর সম্পাদক মুহাম্মদ জয়নাল আবেদীন, বর্তমান সদস্য সচিব ও সাবেক সাংগঠনিক সম্পাদক সাদেক হোসেন পাপ্পু, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ মুহাম্মদ আজহারুল হক আজাদ, মুহাম্মদ মনোয়ার হোসেন মুন্না, উত্তর জেলার সম্পাদক অ্যাড. মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তা-সদস্যবৃন্দ, দক্ষিণ জেলার সম্পাদক মুহাম্মদ হাবিবুল্লাহসহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ, জামেয়ার আহমদিয়া সুন্নিয়া আলিয়ার শিক্ষকবৃন্দসহ হাজার হাজার পীর, ভক্ত-অনুরক্ত, উম্মতী মুহাম্মদী (দ.) অংশ নেন। বিজ্ঞপ্তি