রাসূলের প্রতি ভালোবাসাই ঈমান ও আমলের মূল ভিত্তি

85

রাসূলে করিম (দ.) এর প্রতি ভালবাসাই ঈমান ও আমলের মূল ভিত্তি। রাসূল (দ.) এর প্রতি যারা বিদ্বেষ পোষন করেন তারা কখনো ঈমানদার হতে পারে না। যারা রাসূল (দ.) কে সাধারণ মানুষ বলে দাবী করে তারা কি কখনো ঈমানদার হতে পারে? বক্তারা গত ১ নভেম্বর শুক্রবার বাদ মাগরিব হতে আঞ্জুমানে মুহিব্বানে রাসূল (দ.) গাউছিয়া জিলনী কমিটির উদ্যোগে চট্টগ্রাম নগরীর জালালাবাদ হাশেমী নগরস্থ দরবারে হাশেমীয়া আলীয়া শরীফে আহছানুল উলুম জামেয়া গাউছিয়া কামিল মাাদ্রাসা সংলগ্ন ঈদে মিলাদুন্নবী ময়দানে বিশ্ব মানবতার মুক্তির অনন্য দিশারী প্রিয় নবী (দ.)’র শুভাগমনের মাস মাহে রবিউল আউয়াল উপলক্ষে ৪৩ তম ঐতিহাসিক আন্তর্জাতিক ১২ দিন ব্যাপী ঈদে মিলাদুন্নবী (দ.) শীর্ষক সেমিনারের চতুর্থ দিবসে বক্তারা একথা বলেন। আহলে সুন্নাত ওয়াল জামায়াতের চেয়ারম্যন আ’লা হযরত, ইমামে আহলে সুন্নাত, পীরে কামেল, আল্লামা কাযী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমী (মু.জি.আ)’র সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ আলহাজ্ব মুহাম্মদ মহিউদ্দীন বাচ্চু, উদ্বোধনী বক্তব্য রাখেন শাহজাদা মাওলানা কাযী মুহাম্মদ নঈম উদ্দীন হাশেমী। শুভেচ্ছা বক্তব্য রাখেন চন্দনাইশ দোহাজারী জামিরজুরি রজবিয়া আজিজিয়া রহমানিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আহমদ হোসাইন আল কাদেরী। নির্দিষ্ট বিষয়ে আলোচনায় অংশগ্রহন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাওলানা মুহাম্মদ সোলায়মান মুজাদ্দেদী, সাতকানিয়া রসূলাবাদ ফাযিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আহমদ রেজা নক্সবন্দী, গাউছিয়া হাশেমী কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের যুগ্ম আহব্বায়ক শাহজাদা আলহাজ্ব মাওলানা কাযী মুহাম্মদ জিয়াউদ্দীন হাশেমী। আলোচক মাওলানা সোলায়মান মুজাদ্দেদী বলেন রাসূল (দ.) কে রাব্বুল আলামীন মানবতার কল্যাণের জন্য জগতে প্রেরণ করেছেন। তিনি আদর্শের মাধ্যমে তষনকার অন্ধকার যুগকে পদদলীত করে একটি মানবতার সমাজ তথা শান্তির সমাজ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন এবং বিদায় হজ্জ্বের ভাষণের মাধ্যমে সেটা মানবতার সামনে সুষ্পষ্ট করেছেন। সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহজাদা মাওলানা কাযী মুহাম্মদ আবুল এরফান হাশেমী, মাওলানা ইদ্রিছ আনছারী আলকাদেরী, উপাধ্যক্ষ মাওলানা কাজী কামরুল আহছান, আল্লামা হাশেমী ইসলামী মিশন বাংলাদেশের চেয়ারম্যান কাযী মুহাম্মদ আবুল ফোরকান হাশেমী, মাওলানা কাযী মুহাম্মদ আবুল এহছান হাশেমী, মাওলানা মুহাম্মদ মুঈন উদ্দীন সমরখন্দী, মাওলানা কাজী ওমর ফারুক আলকাদেরী, মাওলানা মুহাম্মদ আবু তাহের বুলবুল, মাওলানা মুহাম্মদ আব্দুস ছবুর, মাওলানা মুহাম্মদ নুরুল আমিন, মাষ্টার আহমদ ছফা, মাওলানা মুহাম্মদ মুফিজুর রহমান, মাওলানা মুহাম্মদ মহিউদ্দীন বাহাদুর প্রমুখ। পরিশেষে মিলাদ কিয়াম এবং দেশ, জাতি ও মুসলিম জাহানের সমৃদ্ধি, উন্নতি-শান্তি কামনা করে ইমামে আহলে সুন্নাত হাদীয়ে দ্বীন ও মিল্লাত অল্লামা হাশেমী মুদ্দাজিল্লুহুল আলীর বিশেষ মুনাজাত ও তাবারুক বিতরণের মাধ্যমে সেমিনারের চতুর্থ দিবসের কর্মসূচী সমাপ্ত হয়। বিজ্ঞপ্তি