রাশিয়ার সঙ্গে ভিসামুক্ত যাতায়াত চায় তুরস্ক

34

v

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেছেন, অদূর ভবিষ্যতে রাশিয়ার সঙ্গে যাতায়াতে পারস্পরিক ভিসা ব্যবস্থা তুলে দিতে চায় তুরস্ক। শুক্রবার ব্যবসায়ীদের এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। তিনি বলেন, এ ব্যাপারে ইতোমধ্যেই পদক্ষেপ নেওয়া হয়েছে।
অদূর ভবিষ্যতেই এর বাস্তবায়ন সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তুর্কি মন্ত্রী।অনুষ্ঠানে তুর্কি ব্যবসায়ীদের নানা উদ্যোগের প্রশংসা করেন মেভলুত কাভুসোগলু। তিনি বলেন, তুর্কি বাণিজ্যের প্রসার ঘটছে। বর্তমানে দুনিয়ার সর্বত্র তুর্কি পণ্য পাওয়া যায়। এই সাফল্যের পেছনে রয়েছে তুরস্কের পররাষ্ট্র নীতি।
ইউরোপীয় ইউনিয়নে ভিসামুক্ত প্রবেশাধিকার লাভে তুরস্কের প্রচেষ্টার কথাও উল্লেখ করেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এজন্য তারা ৭২টি মানদÐের কথা বলেছিল। এরমধ্যে মাত্র ছয়টি এখনও পূরণ করা সম্ভব হয়নি। সেগুলো নিয়ে বর্তমানে আলোচনা চলছে। সূত্র: ইয়েনি সাফাক।