রামুর জোয়ারিয়ানালায় ব্যারিস্টার ইত্তেহাদুল ইসলাম চৌধুরী সংবর্ধিত

60

কক্সবাজার ৩ আসনের সাংসদ তথ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ সাইমুম সরওয়ার কমল বলেছেন, গুণীর কদর যেখানে থাকে সেখানে গুণী মানুষের জন্ম নেয়। কক্সবাজার- রামুতে গুণীর কদর আছে বলেই এখানে গুণী মানুষের জন্ম হচ্ছে। অতীতের অনেক গুণী ব্যক্তির সাথে আজকে জোয়ারিয়ানালার কৃতি সন্তান ইত্তেহাদুল ইসলাম চৌধুরী ব্যারিস্টারী পাশ করে গুণীর তালিকায় নাম লিখিয়ে আমাদেরকে গর্বিত করেছেন। আমরা আশা করবো ব্যারিস্টার ইত্তেহাদুল ইসলাম চৌধুরী কক্সবাজার-রামুর সাধারন মানুষের পাশে থেকে সকল প্রকার সহযোগীতা দিবেন এবং এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ন ভূমিকা রাখবেন। এমপি কমল বলেন, আমরা সম্মিলিত প্রচেষ্টায় কক্সবাজার-রামুকে শিক্ষা নগরী করতে নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করছি। তিনি বলেন, যে সমস্ত শিক্ষার্থী উচ্চ শিক্ষা অর্জনে বিদেশ যেতে ইচ্ছুক তাদেরকে সকল প্রকার সহযোগিতা দিচ্ছি। এই এলাকা থেকেও কেউ উচ্চ শিক্ষা অর্জনে বিদেশে গেলে সহায়তা দেয়া হবে। জোয়ারিয়ানালার কৃতি সন্তান ইত্তেহাদুল ইসলাম চৌধুরী ব্যারিস্টারী পাশ শেষে নিজ এলাকায় প্রত্যাবর্তন উপলক্ষ্যে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। গত ৪ সেপ্টেম্বর জোয়ারিয়ানাল মাদ্রাসা গেইট স্টেশনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স। এতে বিশেষ অতিথি ছিলেন, রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সভাপতি সালাহ উদ্দিন, রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক নীতিশ বড়ুয়া, প্রবীন আওয়ামী লীগ নেতা আলম তাহের সিকদার, ঘোনারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ নজরুল ইসলাম, উত্তর মিঠাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখরুদ্দিন টিটু, জোয়ারিয়ানালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, মাস্টার মো. শহীদুল্লাহ, ইউপি সদস্য জসিমুল ইসলাম, মামুনুর রহমান চৌধুরী, ছাব্বির আহমদ সওদাগর, ডা. জসিম উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাদ্দাম হোসেন। এদিকে একইদিন বুধবার সকাল ১১ টায় সংসদ সদস্য আলহাজ সাইমুম সরওয়ার কমল রামু উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ৩দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা ২০১৯ এর উদ্বোধন করে। উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) চাই থোয়াইলা চৌধুরী, রামু থানার ওসি আবুল খায়ের, উপজেলা কৃষি অফিসার আবু মাসুদ সিদ্দিকী প্রমূখ উপস্থিত ছিলেন।