রামুতে মৈশকুম প্রাথমিক বিদ্যালয়ের বনভোজন

42

রামুর দূর্গম পাহাড়ী জনপদ ডাকভাঙ্গা ও মৈশকুম গ্রামে ডাকভাঙ্গা বাংলাদেশ পরিচালিত মৈশকুম ওসমান সরওয়ার প্রাথমিক বিদ্যালয় ও ডাকভাঙ্গা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক বনভোজন সম্পন্ন হয়েছে।
গত ১৯ ফেব্রæয়ারি কাউয়ারখোপ ইউনিয়নের মৈশকুম ওসমান সরওয়ার প্রাথমিক বিদ্যালয় বনভোজন উৎসবে সম্মানিত অতিথি ছিলেন, কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ ও কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মো. ইসমাইল নোমান। বনভোজনে ডাকভাঙ্গা বাংলাদেশের প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. জুয়েল তালুকদার, প্রশাসনিক কর্মকর্তা রোকনুজ্জামান খান, কাউয়ারখোপ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, ডাকভাঙ্গা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মাস্টার আবুল কাশেম, প্রধান শিক্ষক মো. সলিম উল্লাহ, মৈশকুম ওসমান সরওয়ার প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. আবদুল খালেক ও সহ-সভাপতি সাবেক মেম্বার আবদু শুক্কুর, প্রধান শিক্ষক আবুল কালাম ছাড়া দুটি বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও ছাত্রছাত্রীবৃন্দ দিনব্যাপী এ আনন্দায়োজনে অংশ নেন।
ডাকভাঙ্গা বাংলাদেশ এর প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. জুয়েল তালুকদার জানান, বনভোজনকে ঘিরে পাহাড়ি এলাকাটি উৎসব মুখর হয়ে উঠে। বনভোজনে অতিথি, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী সহ সাড়ে পাঁচ শতাধিক ব্যক্তিবর্গ মধ্যাহ্নভোজে অংশ নেন। বনভোজন উপলক্ষ্যে র‌্যাফেল-ড্র অনুষ্ঠিত হয়। আগামী ২৪ ফেব্রুয়ারি মৈশকুম ওসমান সরওয়ার প্রাথমিক বিদ্যালয় মাঠে দুটি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।