রামুতে অনলাইন সংগঠন ‘পজেটিভ বাংলাদেশ’র শিক্ষা উপকরণ বিতরণ

60

‘স্বেচ্ছায় সমন্বিত সমাজ সেবা’ এ শ্লোগানকে সামনে রেখে রামুতে পজেটিভ বাংলাদেশ এর উদ্যোগে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গত ৩১ আগষ্ট জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয়ে অর্ধ শতাধিক ছাত্রীর হাতে শিক্ষা উপকরণ (খাতা-কলম) তুলে দেন, সংগঠনটির সদস্যরা। এসময় জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোছাইন, সিনিয়র শিক্ষক মৌলানা নুরুল হাকিম, সুমন চন্দ্র, নজরুল ইসলাম সহ বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারি, স্বেচ্ছা সেবামূলক সংগঠন ‘পজেটিভ বাংলাদেশ’ কক্সবাজার জেলা ইউনিট এর এর সদস্য মিজান উল্লাহ, সালাহ উদ্দিন, সোহরাব চৌধুরী জিকু, আবদুল আজিজ প্রমুখ। পজেটিভ বাংলাদেশ এর সদস্য মিজান উল্লাহ জানান, দেশের যে কোন ব্যক্তি মাত্র ৫০ টাকা দিয়ে স্বেচ্ছা সেবামূলক এ সংগঠনের সদস্য হতে পারে। এ সংগঠনের উদ্যোগে দেশজুড়ে সেবামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। যার আওতায় কক্সবাজার জেলা ইউনিট এর উদ্যোগে রামুতে ইতিপূর্বে বিভিন্ন কর্মসূচি পালতি হয়েছে। তিনি আরো জানান, এ সংগঠনের উদ্যোগে সন্তানহীন পিতা-মাতাকে অর্থ সহায়তা ও বাড়ি নির্মাণ, স্কুল-কলেজের অস্বচ্ছল ছাত্র-ছাত্রীদের বই, খাতা-কলম এবং স্কুল ড্রেস বিতরণ, শীতার্তদের শীত বস্ত্র বিতরণ, বন্যায় কবলিতদের ত্রাণ সহায়তা প্রদান, দুর্ঘটনা কবলিত ও অসহায় ব্যক্তিদের চিকিৎসা সেবায় সহায়তা, এতিমদের খাবার বিতরণ, নিঃস্ব-গরীবদের ঈদ সামগ্রী বিতরণ সহ বিভিন্ন প্রকার সমাজ সেবামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোছাইন জানান, পজেটিভ বাংলাদেশ এর উদ্যোগে বিদ্যালয়ের অর্ধ শতাধিক গরীব-মেধাবি শিক্ষার্থীদের খাতা-কলম বিতরণ করা হয়েছে।
এ উদ্যোুগ দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের শিক্ষা প্রসারে অনন্য ভূমিকা রাখবে। তিনি এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগের জন্য আয়োজক পজেটিভ বাংলাদেশ এর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান।