রাবেতায়ে উলামায়ে আহলে সুন্নাতের স্মারকলিপি ‘সহজ কুরআন শিক্ষা’ বইয়ে ব্যাপক পরিবর্তনের প্রতিবাদ

2

ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ‘সহজ কুরআন শিক্ষা’ পাঠ্য বইয়ে অহেতুক ব্যাপক পরিবর্তন আনায় তীব্র প্রতিবাদ এবং পূর্বের বইটি বহাল রাখার দাবিতে ইসলামিক ফাউন্ডেশন মহাপরিচালক ও প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) বরাবরে স্মারকলিপি দিয়েছে রাবেত্বায়ে উলামায়ে আহলে সুন্নাত বাংলাদেশ। গত সোমবার ইসলামিক ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক বোরহান উদ্দিন মো. আবু আহসানের মাধ্যমে রাবেত্বার চেয়ারম্যান ও মহাসচিব যথাক্রমে মাওলানা সেকান্দর হোসাইন আলকাদেরী ও মাওলানা মুহাম্মদ ইকবাল হোসাইন আলকাদেরীর নেতৃত্বে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে বলা হয়, ২০২০ সন পর্যন্ত সহজ কুরআন শিক্ষা বইয়ের কভার প্রচ্ছদে প্রথমে কাবা শরিফ, শেষ কভারে মদিনা শরিফের ছবি ছিল। কিন্তু ২০২১ সনের প্রকাশিত বইয়ে শেষ প্রচ্ছদে মদিনা শরিফের ছবি বাদ দেয়া ও অত্যন্ত আপত্তিকর ও উদ্বেগজনক উদ্দেশ্যমূলকভাবে বাদ দেয়া হয়েছে ‘মিলাদ ও কিয়াম’ অধ্যায়। আজানের দোয়ায় ‘ওয়ারযুকনা শাফায়াতাহু ইয়াউমাল কিয়ামাহ’ অংশ বাদ দিয়ে নবী বিদ্বেষী আচরণ কেন করা হলো তা বোধগম্য নয়। এছাড়াও নামাজের আরবি নিয়ত বাদ দেয়া, দরুদ শরিফ বাদ দেয়া, পূর্বে থাকা হামদে বারী তাওয়ালা ও নাতে রাসূল (দ.) পরিবর্তন করে ইসলামিক ফাউন্ডেশনের ইসলামী কার্যক্রমকেই প্রশ্নের মুখে দাঁড় করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের ভেতর ঘাপটি মেরে থাকা স্বাধীনতা বিরোধী, নবী-ওলী বিদ্বেষী ও বাতিল মতাদর্শীরাই সহজ কুরআন শিক্ষা’ বইয়ে এ অনাকাঙ্খিত পরিবর্তন এনেছে বলে রাবেতার স্মারকলিপিতে উল্লেখ করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক বোরহান উদ্দিন মো. আবু আহসান স্মারকলিপি গ্রহণ করে যথাযথ কর্তৃপক্ষ বরাবরে পেশ করার আশ্বাস দেন। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন মাওলানা আবুল হাসান মুহাম্মদ ওমায়ের রজভি, মাওলানা করিম উদ্দিন নূরী, মাওলানা ইমরান হাসান কাদেরী, মাওলানা হাফেজ গোলাম কিবরিয়া, মাওলানা ইমরান সিকদার কাদেরী প্রমুখ। বিজ্ঞপ্তি