রাফি স্মৃতি জুনিয়র ক্রিকেটে সিসিএ-সন্ধানী ম্যাচ টাই

56

চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার আয়োজনে ‘রাফি স্মৃতি মহানগরী জুনিয়র (অনুর্ধ-১৮) ক্রিকেট লীগ-২০১৮’ এ গতকাল সকালে সন্ধানী ক্রীড়া চক্র ও চিটাগাং ক্রিকেট একাডেমীর মধ্যে অনুষ্ঠিত খেলা ড্র হয়েছে। এতে উভয় দল ১ পয়েন্ট করে অর্জন করেছে। সকালে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করে চিটাগাং ক্রিকেট একাডেমী। দলের পক্ষে অপরাজিত থেকে মো. আতিক উল্লাহ সর্বোচ্চ ৩৪ রান করেন। সন্ধানী ক্রীড়া চক্রের তালহা চৌধুরী ও মেজবাহ উদ্দিন আবির ২টি করে লাভ করেন। পরে ব্যাট করতে নেমে সন্ধানী ক্রীড়া চক্র নিধ্যারিত ২০ ওভারে ১০ উইকেটের বিনিময়ে ১৩৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে মোঃ শাহাজাদুল হক ইয়েমান সর্বোচ্চ ৬২ রান করেন। চিটাগাং ক্রিকেট একাডেমীর রাহুল ইসলাম ও সাজ্জাদুর রহমান ৩টি করে উইকেট নেন।
দিনের অপর খেলায় শতাব্দী ক্রিকেট একাডেমীর বিপক্ষে ৬ উইকেটে জয় পেয়েছে শাহ্ গরীবুল্লাহ স্পোর্টিং ক্লাব। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১০ রান সংগ্রহ করেন শতাব্দী ক্রিকেট একাডেমী। দলের পক্ষে মো. সাকিব হোসেন সর্বোচ্চ ৩৩ রান করেন। শাহ্ গরীবুল্লাহ স্পোর্টিং ক্লাবের মো. নাইম উদ্দিন ও মো. মাহমুদুল হাসান সায়েম ২টি করে উইকেট নেন। পরে শাহ্ গরীবুল্লাহ স্পোর্টিং ক্লাব ১৩ ওভার ৪ বল খেলে ৪ উইকেটের বিনিময়ে ১১১ রান সংগ্রহ করে। দলের পক্ষে অপরাজিত থেকে মো. সায়েদুল আলম ৩৮ ও আব্দুল্লাহ ওমর হিমেল ৩৩ রান করেন। শতাব্দী ক্রিকেট একাডেমীর সোহাগ শেখ ও মো. সাকিব হোসেন ১টি করে উইকেট লাভ করেন। আজকের খেলায় সকাল ৯.৩০ টায় বায়োজিদ স্পোটিং ক্লাব মুখোমুখি হবে ও আর নিজাম রোড স্পোর্টিং ক্লাবের এবং দুপুর ১২.৩০ মিনিটের খেলায় উদীয়মান ক্রিকেট একাডেমী মুখোমুখি হবে এস এস ক্রিকেট একাডেমীর। বিজ্ঞপ্তি