রানার্স এসোসিয়েটসের মিলনমেলা

26

‘নিয়মিত ব্যায়াম করুন, নিজ ও পরিবারকে সুস্থ রাখুন’ এ লক্ষ্যে গড়ে ওঠা স্বাস্থ্য সচেতন নাগরিকদের সংগঠন রানার্স এসোসিয়েটস-এর যুগপূর্তি উপলক্ষে এক মিলনমেলার আয়োজন করা হয়। হালিশহরের কোয়ার্টার টাউন রেস্তোরাঁয় গত শুক্রবার আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সদস্য মো. শহীদুল আলম বকুলের সঞ্চালনায় কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন উপদেষ্টা এরশাদুল আমীন ও হারুনুর রশীদ পিন্টু। এসময় তারা ছাড়াও বক্তব্য রাখেন রানার্স এসোসিয়েটস-এর সভাপতি মইনুল কাদের নাবিল ও সাধারণ সম্পাদক ইকবাল কায়সার। শরীর ভালো থাকলে, মন ভালো থাকবে উল্লেখ করে এ মিলনমেলায় বক্তারা বলেন, শুধু ব্যায়াম করলেই হবে না সেই সাথে খাদ্যাভ্যাসের ব্যাপারেও সচেতন হতে হবে। নিয়মিত শরীর চর্চা করলে, হাঁটাহাঁটি করলে শরীর ভালো থাকবে। ফলে ভালো থাকবে পরিবারও। যেকোনো ভালো কাজ দীর্ঘস্থায়ী হয় বলেও উল্লেখ করেন তারা। অনুষ্ঠানের শেষে অতিথি ও সদস্যবৃন্দ সোহরাব খানের গজল পরিবেশনা উপভোগ করেন। বিজ্ঞপ্তি