রাতে বাড়বে শীত দিনে কমবে

46

আজ বৃহস্পতিবার থেকে রাতে শীতের তীব্রতা বাড়বে। তবে গত কয়েকদিন নিম্নচাপের কারণে দিনের বেলা যে শীত অনুভূত হচ্ছিল, সেটি আর থাকবে না। এদিকে, তিন দিন সক্রিয় থাকার পর ঘূর্ণিঝড় ফেথাই দুর্বল হয়ে অকার্যকর হয়ে গেছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ফেথাই’র প্রভাবে গত রবিবার রাত থেকে বাংলাদেশের আবহাওয়া কিছুটা বৈরী ছিল। এ কারণে সোমবার সকাল থেকে গুঁড়ি-গুঁড়ি বৃষ্টিও হয়েছে। খবর বাংলা ট্রিবিউনের
গতকাল বুধবার আবহাওয়াবিদ মোহাম্মদ মান্নান বলেন, ‘ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে বর্তমানে অকার্যকর হয়ে পড়েছে, এর কোনও প্রভাব উত্তর বঙ্গোপসাগর বা উপকূলীয় এলাকায় নাই। সকাল সাড়ে ১০টায় উপকূল ও সমূদ্রবন্দরগুলোকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। সারাদেশে বৃষ্টি পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে। সিলেট ঢাকাসহ কয়েকটি জায়গায় বিচ্ছিন্নভাবে গুঁড়ি-গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা থাকলেও আজ বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাত হবে না।’
শীতের প্রকোপ নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, ‘গত দুই দিন ধরে দিনের তাপমাত্রা বাড়ছিল না, রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে একটু বেশি ছিল। দিনে যেহেতু সূর্য কিরণ ছিল না, সে কারণে মানুষের কাছে শীতের অনুভব সারাদিন ধরেই ছিল। তবে আজ রোদ উঠলে পরিস্থিতি ভিন্ন হবে। সেক্ষেত্রে রাতের তাপ কমবে এবং শীতের অনুভব বাড়বে। কিন্তু, দিনের তাপমাত্রা বাড়বে বলে গত তিন দিন দিনের বেলায় যে শীত অনুভব হয়েছিল, সেটি থাকবে না।’