রাজস্থলীতে সেনাসদস্য হত্যায় একজন আটক

26

রাজস্থলী ২৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্য মো. নাসিমকে গুলি করে হত্যার ঘটনায় সম্পৃক্ত থাকা এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে বলে জানান রাজস্থলী থানা অফিসার ইনচার্জ মফজল আহাম্মদ খান। আটককৃত যুবকের নাম ক্যইচিং মারমা (২০)। তিনি বান্দরবান সদরের সুয়ালক ইউনিয়নের মাঝের পাড়ার মৃত ক্যউয়াইপ্রু মারমার ছেলে। গত বুধবার গভীর রাতে রাজস্থলী ২৩ ইস্ট বেঙ্গলের সেনাসদস্যরা তাকে আটক করে বৃহস্পতিবার থানা পুলিশের নিকট সোপর্দ করেন।
প্রসঙ্গতঃ গত ১৮ আগস্ট রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের পোয়াইতু পাড়া এলাকায় সেনা টহলের উপর সন্ত্রাসীরা গুলি বর্ষণ করলে নাসিম (২২) নামে এক তরুণ সৈনিক আহত হন। পরে সামরিক হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। একই দিনে ঐ এলাকায় তল্লাশি চালানোর সময় সন্ত্রাসীদের পুতে রাখা মাইন বিস্ফোরণে ক্যাপ্টেন মেহেদী হাসান ও সৈনিক মহসিন গুরুত্বর আহত হন। এ ঘটনার ৮দিন পর সৈনিক নাসিম হত্যার ঘটনায় রাজস্থলী থানায় মামলা হয়। রাজস্থলী থানার এসআই এরশাদ মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে বলে জানান রাজস্থলী থানা পুলিশ।