রাজস্থলীতে পাহাড়ে উঠার সময় খাদে পিকআপ, নিহত ১

64

রাজস্থলীতে গাইন্দ্যা ইউনিয়নের হলুদিয়া পাড়া নির্মাণাধীন খানসামা সড়কে পানি দেওয়ার জন্য উঁচু পাহাড়ে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে করে খাদে পড়ে যায় একটি পিকআপ। এতে একজন নিহত হন। একই সময় আরও ২ জন আহত হন। গতকাল শুক্রবার দুপুর ১২ টায় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানিয়েছে, খানসামা সড়ক নির্মাণে ঠিকাদার লেয়াকত এন্টারপ্রাইজ। তাদের সাইডে কাজ করার সময় রাস্তার জন্য পানি আনতে একটি পিকআপ পাহাড়ে উঠছিল। এ সময় বিকট শব্দে গাড়িটি ব্রেক ফেল করে। এরপর প্রায় ৭০ ফুট নিচে খাদে পড়ে গেলে চালক সাইদুল ইসলাম (২৮) চাপা পরে ঘটনাস্থলে প্রাণ হারান। তিনি লংগদুর মাইনিমুখ এলাকার ইসমাইল হোসেনের পুত্র। তার সাথে থাকা আহত দু’জন হচ্ছেন মহসিন (২২) ও মিরাজুল ইসলাম (৪০)। তারা দু’জনই হেলপার। তাদরেকে রাজস্থলী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের অভিযোগ না থাকায় এ্যাম্বুলেন্সযোগে লাশ তার বাড়িতে পৌঁছানো হয়। রাজস্থলী থানার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হবে।