রাজস্থলীতে কারিতাসের এগ্রো ইকোলজি ফোরাম সভা

36

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বেসরকারি সংস্থা কারিতাস এর উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক এগ্রো ইকোলজি ফোরামের সভা উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন বিভাগের কর্মকর্তা, কর্মচারী, হেডম্যান কার্বারি সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় স্বাগত বক্তব্যে উপজেলা কারিতাস মাঠ কর্মকর্তা ও এগ্রো ইকোলজি প্রকল্পের সদস্য সচিব সাধন কৃষ্ণ চাকমা বলেন, তিনি কারিতাস ও পেপ প্রকল্পের কম্পোনেন্ট ভিত্তিক বর্তমান চলমান কার্যক্রম সম্পর্কে উপস্থিত সকলকে অবগত করেন। তিনি বলেন, অর্গানিক ফার্মিং প্র্যাকটিস সবজি-ধান ও অর্থকরী ফসলের চাষাবাদে কৃষকদের উদ্ধুদ্ধ করা ও জুমচাষকে আপগ্রেড করা আমাদের লক্ষ। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, কারিতাসের উদ্যোগে পরিবেশ প্রতিবেশ সংক্রান্ত বিষয়ক এমন একটি ফোরাম খুবই গুরুত্বপূর্ণ। তাই আমাদের সকলকে অত্র পার্বত্য অঞ্চলের জীব বৈচিত্র ও পরিবেশ/প্রতিবেশ রক্ষায় বিশেষ উদ্যোগ গ্রহণ করতে হবে।