রাজলক্ষ্মী জ্যোতিকা জ্যোতি হাজির

263

ঢাকাই অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির প্রথম কলকাতার ছবি ‘রাজল²ী-শ্রীকান্ত’ মুক্তি পাচ্ছে আগামী ২০ সেপ্টেম্বর। আর এটিকে ঘিরেই এবার অনলাইনে এলো ছবির প্রথম ট্রেলার। ২০ আগস্ট ইউটিউবে এটি অবমুক্ত করা হয়েছে। যার অনেকটা অংশজুড়ে ছিলেন আধুনিক রাজলক্ষ্মী জ্যোতিকা জ্যোতি। এতে ঋত্বিকসহ ছবির কেন্দ্রীয় চরিত্রগুলো তুলে ধরা হয়। ছবিটি প্রসঙ্গে জ্যোতি বলেন, ‘অবশেষে ছবিটি ২০ সেপ্টেম্বর আসছে। এটা স্বস্তির খবর। আর এটিকে ঘিরেই প্রকাশ করা হলো ট্রেলার। চারপাশ থেকে এখনই খুব হাততালি পাচ্ছি। ভাল্লাগছে।’
‘বাকিটা ব্যক্তিগত’-খ্যাত কলকাতার পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্য নির্মাণ করেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে ‘রাজলক্ষ্মী-শ্রীকান্ত’ ছবিটি। এর মাধ্যমে প্রথমবার ভারতের ছবিতে কাজ করলেন বাংলাদেশের জ্যোতিকা জ্যোতি। তিনি জানান, নতুন মোড়কে আসছে ‘রাজলক্ষ্মী-শ্রীকান্ত’।
অনুপ্রবেশ ও উদ্বাস্তু সমস্যা, নারীপাচার, চোরাকারবার, ধর্ম ও জাতির ভিত্তিতে সমাজের বিভেদ—সবই থাকছে এতে। এখানে রাজলক্ষ্মী বাংলাদেশ থেকে কলকাতায় চলে যাওয়া ছিন্নমূল পরিবারের একটি মেয়ে। পরে নারীপাচার চক্রের ফাঁদে পড়ে যাকে নামতে হয় দেহ ব্যবসায়ও। বৈচিত্র্যপূর্ণ এই চরিত্রটিতেই দেখা যাবে ঢাকাই অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে।