রাজনীতির ঊর্ধ্বে উঠে করোনা মোকাবেলা করতে হবে

35

চসিক নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, রাজনীতির ঊর্ধ্বে উঠে করোনাভাইরাসকে মোকাবেলা করতে হবে। প্রাণঘাতী এই ভাইরাস প্রতিরোধে এখনই সারাদেশে লকডাউন করে দেওয়া দরকার। তিনি সোমবার দুপুরে পশ্চিম বাকলিয়ার রাহাত্তারপুল এলাকায় মাস্ক ও স্যানিটাইজার বিতরণকালে এসব কথা বলেন। তিনি রাত্তারপুল নুর বঙ হাজী জামে মসজিদে জোহরের নামাজ শেষে যুবদল নেতা মো. মুসার জানাজায় শরিক হন।
মাস্ক বিতরণ শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে ডা. শাহাদাত বলেন, প্রাণঘাতী করোনাভাইরাস সারা বিশ্বে মহামারি হলেও সরকার এটা মোকাবিলায় দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। তারা মানুষকে রক্ষায় কোনো পদক্ষেপ নেয়নি। বরং বিএনপির পক্ষ থেকে সাধ্যমতো করোনাভাইরাস প্রতিরোধে জনগণের পাশে থেকেছি। লিফলেট ও মাস্ক বিতরণ করে মানুষকে সচেতন করেছি। সরকারের মন্ত্রী এমপিরা শুধু বিএনপির বিরুদ্ধেই বলে যাচ্ছে। এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম, গণশিক্ষা সম্পাদক ইব্রাহিম বাচ্চু, মনজুর রহমান চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি