রাজনীতিতে মেধাবীদের অংশগ্রহণ চাই

28

কল্যাণ পার্টির চট্টগ্রাম মহানগর সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াস বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। আমরা সরকারের কাছে তার মুক্তির দাবি জানাচ্ছি। সরকার এখন পর্যন্ত আমাদের কোনো দাবি শোনেনি। সরকারের কাছে ফের দাবি জানাচ্ছি, বেগম জিয়াকে অবিলম্বে মুক্তি দিন। বেগম জিয়ার সুচিকিৎসার বন্দোবস্ত করুন। রাজনীতিতে গুণগত পরিবর্তন আনার লক্ষ্যেই কল্যাণ পার্টি কাজ করছে। রাজনীতিতে শিক্ষিত মেধাবী লোকদের অংশগ্রহণের সুযোগ প্রদান কিভাবে করা যায় সেই কাজ করছে কল্যাণ পার্টি। রাজনীতিতে কালো টাকার মালিকদের প্রাধান্য নিয়ন্ত্রণ করার উদ্যোগ নিতে হবে। রাজনীতিতে সৎ ও চরিত্রবান মানুষকে উৎসাহিত করার চেষ্টা করে যেতে হবে। গত ৩০ নভেম্বর শনিবার দুপুর ১১ টায় বাংলাদেশ কল্যাণ পার্টির ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পার্টি কার্যালয়ে প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, ‘আমরা এমন একটি ক্লান্তিলগ্নে এসে দাঁড়িয়েছি যেখানে দাঁড়িয়ে ভবিষ্যত বলা মুশকিল। কিন্তু রাজনৈতিক বিশ্লেষণের মাধ্যমে আমরা বলার চেষ্টা করি আগামীতে কী হতে পারে? আমাদের বিশ্লেষণে যতটুকু ধরা পড়ছে, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বর্তমান অবৈধ সরকার একটি গভীর খাদের পাড়ে দাঁড়িয়ে আছে। যেকোনো সময় পদ্মা নদীর পাড় যেমন ভেঙ্গে যায় এ খাদের মাটি যেকোনো সময় ধসে পড়বে। খাদের পাড়ে যারা দাঁড়িয়ে আছেন তাদের নিয়ে ভেঙ্গে পড়বে।’
বাংলাদেশ কল্যাণ পার্টি চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আলমের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কল্যাণ পার্টির চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি এড. জহুরুল হক আনসারী, যুগ্ম সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন, সহসভাপতি মুসলিম সিকদার, মুক্তিযোদ্ধা বিষয়ক আবুল বাশার, আইন বিষয়ক সম্পাদক আসিফ ইকবাল, বাংলাদেশ কল্যাণ পার্টি চট্টগ্রাম মহানগর ছাত্রবিষয়ক সম্পাদক নজমুল হুদা নিয়াজি, মহানগর সদস্য সাদ্দাম হোসেন সায়মান, কোতোয়ালী থানা সভাপতি মো. জাহেদ প্রমুখ। বাংলাদেশ কল্যাণ পার্টির ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ১ যুগ ফূর্তি উপলক্ষে চট্টগ্রাম প্রেসক্লাবে আগামী ২১ ডিসেম্বর সকাল ১০ টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি