রাঙ্গুনীয়া সনাতনী নাগরিক সমিতির এজিএম সম্পন্ন

44

রাঙ্গুনীয়া সনাতনী নাগরিক সমিতি রাসনাস এর প্রথম বার্ষিক সাধারণ সভা ১ মার্চ সীতাকুন্ডের ইকোপার্কে সম্পন্ন হয়েছে। সাধারণ সভার পর ইকোপার্কে মিলনমেলার আয়োজন করা হয়। সাধারণ সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম কলেজের অধ্যাপক ও সমিতির সভাপতি অধ্যাপক বিপ্লব কুমার দত্ত। বার্ষিক প্রতিবেদন ২০১৮ উপস্থাপন করেন সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী বাবু পাল। সমিতির ভবিষ্যৎ পরিকল্পনা ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন- উপদেষ্টা সমীর চক্রবর্তী, সহ-সভাপতি মীননাথ ধর, প্রকৌশলী কানু আইচ, প্রকৌশলী অপূর্ব ধর, প্রকৌশলী সঞ্জন নন্দী, অধীর নাথ, অধ্যাপক সুনীল শীল, প্রতীক ধর, অধ্যাপিকা চিনুছন্দা দত্ত, বিরাজ দাসগুপ্ত, নিউটন মহাজন, বিকাশ দে, অজিত বিশ্বাস, সুজন দাশ। অধিবেশনে রাসনাস কর্তৃক প্রকাশিত প্রথম স্মরণিকা ‘সম্প্রীতি’র মোড়ক উন্মোচন করা হয়। দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অজিত বিশ্বাস, প্রদীপ বিশ্বাস, অনন্যা দত্ত, অর্থিতা দত্ত, প্রিয়ন্তি দত্ত, প্রত্যয় দত্ত, প্রত্যুশ, অর্থিতা ধর, শিবম সাহা, আয়ুস, দ্বিপান্বিতা আইচ। বিজ্ঞপ্তি