রাঙ্গুনিয়া স্টুডেন্টস্ এসো’র কাউন্সিল

46

জামেয়া অহমদিয়া সুন্নিয়া আলিয়ার উপাধ্যক্ষ আল্লামা ড. আ ত ম লিয়াকত আলী (মু.জি.আ) বলেন, ইসলাম এমন একটি জীবন দর্শন যে, এর সব কর্মকান্ডে মানবিক মূল্যবোধ প্রাধান্য পায়। ইসলামে সব কিছুর ওপর মানবিক মূল্যবোধের স্থান। তিনি মাদ্রাসা শিার্থীদের ধর্মীয় গভীর জ্ঞান অর্জনের পাশাপাশি জাগতিক জ্ঞান অর্জনের মাধ্যমে ইসলামের মহানুভবতা, মানবতাবাদ ও সর্বজনীন প্রেমের বাণী প্রসারিত করার আহবান জানান। গত ২ নভেম্বর শনিবার বিকালে নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ায় রাঙ্গুনিয়া উপজেলার সকল শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত রাঙ্গুনিয়া স্টুডেন্টস্ এসোসিয়েশন-এর কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাঙ্গুনিয়া স্টুডেন্টস্ এসোসিয়েশনের আহবায়ক মুহাম্মদ ইদ্রিস এর সভাপতিত্বে কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন জামেয়া অহমদিয়া সুন্নিয়া আলিয়ার উপাধ্যক্ষ আল্লামা ড. আ ত ম লিয়াকত আলী (মু.জি.আ)। উদ্বোধক ছিলেন জামেয়ার আরবী প্রভাষক আল্লামা গোলাম মোস্তফা মুহাম্মদ নূরুন্নবী (মু.জি.আ)। প্রধান বক্তা ছিলেন জামেয়ার আরবী প্রভাষক হযরতুলহাজ্ব আল্লামা হাফেজ মুহাম্মদ ওসমান গনী আলকাদেরী (মু.জি.আ)। কাজী মুহাম্মদ শিবলী ও মুহাম্মদ ইয়াছিন আরাফাতের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাওলানার মুহাম্মদ জহুরুল আনোয়ার সাহেব, হাটহাজারী অদুদিয়া সুন্নিয়া ফাযিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা শাহজাদা সৈয়্যদ আবু নওশাদ নঈমী, রাঙ্গুনিয়া উত্তর পারুয়া উ”চ বিদ্যালয়ের হেড মাওলানা এইচ এম শহীদ উল্লাহ, মাওলানা হাফেজ মুহাম্মদ হোসাইন, জামেয়ান রাউজান ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা আহবায়ক মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, রাঙ্গুনিয়া স্টুডেন্টস্ ফোরাম চট্টগ্রাম কলেজের প্রধান উপদেষ্টা মুহাম্মদ মনির হোসেন। জামেয়ার সাবেকদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা কাজী আব্দুল কুদ্দুস, মাওলানা হাবিবুর রহমান এবং আহ্বায়ক কমিটির সচিব মোস্তাফা আজিজ প্রমুখ। প্রধান বক্তা আল্লামা হাফেজ ওসমান গণি বলেন, শিাঙ্গনের পবিত্রতা নিশ্চিত করতে ক্যাম্পাস প্রশাসন, শিকদের পাশাপাশি ছাত্রদেরও কার্যকরী ভূমিকা রাখতে হয়। কাউন্সিলে সর্বসম্মতিতে মুহাম্মদ ইদ্রিস রেজভীকে সভাপতি, কাজী মুহাম্মদ শিবলীকে সাধারণ সম্পাদক ও মুহাম্মদ ইয়াছিন আরাফাতকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি