রাঙ্গুনিয়া কলেজ গেট ও রশিদিয়াপাড়া সিএনজি চালক সমিতির নির্বাচন

65

রাঙ্গুনিয়া কলেজ গেইট ও রশিদিয়া পাড়া সিএনজি চালক সমবায় সমিতি লি.(রেজি. নং- ১২৮৯৪) এর ত্রি-বার্ষিক নির্বাচন গত ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সমিতির ৬৪ জন ভোটার লাইনে দাঁড়িয়ে গোপন ব্যালটের মাধ্যমে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। সমিতির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে ৬টি পদের বিপরীতে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেন। এরমধ্যে ৩০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. সালাউদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মো. পারভেজ পেয়েছে ১৯ ভোট এবং মো. করিম উদ্দিন ১৪ ভোট। ৪৯ ভোট পেয়ে সহসভাপতি নির্বাচিত হয়েছেন আবু বক্কর। তার নিকটতম প্রতিদ্বন্ধী মো. গিয়াস উদ্দিন পেয়েছেন ১৩ ভোট। ৩৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. ফরিদ উদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মো. আলাউদ্দিন পেয়েছেন ৩০ ভোট। ৩৪ ভোট পেয়ে অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন বেলাল হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মো. হাসান মুরাদ পেয়েছেন ২৬ ভোট। সদস্য পদে ৪৫ ভোট পেয়ে মোবারক হোসেন এবং ৩৬ ভোট পেয়ে ইমরান হোসেন নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী মো. ইউনুস পেয়েছেন ২৬ ভোট। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা সমবায় কর্মকর্তা দিবাকর দাশ মান্না ভোট গ্রহন শেষে ভোটের এই ফলাফল ঘোষণা করেন। এদিন নির্বাচন পরিচালনা কালে কেন্দ্র পরিদর্শন করেন সংগঠনের উপদেষ্ঠা ও মরিয়মনগর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. সেলিম, রাঙ্গুনিয়া পৌরসভার কাউন্সিলর লোকমানুল হক তালুকদার, সাবেক কাউন্সিলর মো. জসিম উদ্দিন, পারভেজ হোসেন, মো. ইকবাল শাহ চৌধুরী, মোহাম্মদ ফজল সওদাগর, মুবিনুল হক লেদু, মহিন উদ্দিন সুলতান, মো. আজগর, মহিন উদ্দিন প্রমুখ।