রাঙ্গুনিয়া ইয়ং স্টার ক্লাবের শারদ উৎসব

93

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার বলেছেন, উৎসব-পার্বন মানুষের মধ্যে সোহার্দ্য, ভাতৃত্ব ও মানবিক মূল্যবোধকে জাগ্রত করে। পরিবর্তনের হাওয়ায় গ্রামীণ লোকজ সংস্কৃতি ও উৎসব কমে যাওয়ায় আজ মানুষে মানুষে সম্প্রতি লোপ পাচ্ছে।
শারদ উৎসবে বাঙালির নবপ্রাণ সঞ্চারিত হয়। এ উৎসবের মাধ্যমে আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রতিচ্ছবি খুঁজে পায়। রাঙ্গুনিয়া পদুয়া ইয়ং স্টার ক্লাব আয়োজিত শারদ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। গত বুধবার বিকেলে স্থানীয় জমিদার টিলা হরি মন্দির প্রাঙ্গনে বিশিষ্ট সমাজ সেবক সুফল দাশের সভাপতিত্বে ও মাস্টার অঞ্জন দাশের সঞ্চালনায় শারদ উৎসবের আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কালিপদ দাশ, উপাধ্যক্ষ দুলাল কান্তি দাশ, পদুয়া ইউপি প্যানেল চেয়ারম্যান মো. বদিউজ্জামান, শিলক সার্বজনীন ক্ষেত্রপাল মন্দিরের সভাপতি রঘুনাথ মজুমদার। বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা রতন সওদাগর, মো. রমজান আলী, স্বেচ্ছাসেবক লীগ নেতা মো: সেলিম উদ্দিন, আক্তার হোসেন, ইসমাইল হোসেন টিটু, দিদারুল আলম খোকন, ক্লাবের সভাপতি মিল্টন চৌধুরী প্রমুখ। সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।