নলুয়া রক্ষাকালীবাড়ি মহোৎসবের কমিটি গঠিত

41

নলুয়া শ্রীশ্রী রক্ষাকালী মায়ের ৫৩ তম আবির্ভাব তিথি উদ্যাপন ও শিব চতুর্থদশী উপলক্ষে সর্বজনীন ধর্মসভা ও ষোড়শ প্রহরব্যাপী মহানামযজ্ঞ আগামী ২১, ২২, ২৩ ও ২৪ ফেব্রæয়ারি ২০২০ শুক্র, শনি, রবি ও সোমবার সাতকানিয়াস্থ নলুয়া শ্রীশ্রী রক্ষাকালী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। ২১ ফেব্রæয়ারি ধর্মসভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দিলীপ কুমার কারণ টিপু, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করবেন প্রাক্তন ইউপি সদস্য মনিন্দ্র লাল বিশ্বাস। ধর্মীয় আলোচনায় নেবেন বাংলাদেশের বিশিষ্ট ভাগবতীয় বক্তা ও মহাত্মা মহারাজবৃন্দ। অধিবাস কীর্তন করবেন শ্রীমান স্বাক্ষী গোপাল দাশ। ২২ ও ২৩ ফেব্রূয়ারি শনি ও রবিবার ষোড়শ প্রহরব্যাপী তারকব্রহ্ম নামযজ্ঞ। নামসুধা পরিবেশন করবেন গীত গোবিন্দ সম্প্রদায় সাতক্ষীরা, শ্রীকৃষ্ণ চৈতন্য সম্প্রদায় ভোলা, বীনা পানী সম্প্রদায় গোপালগঞ্জ, দেবব্রত সম্প্রদায় ভোলা ও সচিদানন্দ সম্প্রদায় চট্টগ্রাম। উৎসব উদ্যাপনে প্রদীপ চৌধুরীকে সভাপতি, শিপ্লব বিশ্বাসকে অর্থ সম্পাদক ও নন্দন কারণকে সাধারণ সম্পাদক করে নলুয়া সর্বজনীন মহোৎসব উদ্যাপন পরিষদ ১৪২৬ বাংলা গঠন করা হয়। বিজ্ঞপ্তি