রাঙ্গুনিয়ায় ৭ রাইস মিলকে ২৫ হাজার টাকা জরিমানা

28

রাঙ্গুনিয়ায় রাইস মিলে কৃত্রিম মোড়ক ব্যবহারের দায়ে পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার আইনে ৭ রাইচ মিলকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকালে রাজানগর ইউনিয়নের ঠাÐাছড়ি ও রানির হাট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) মো. ফখরুল ইসলাম এই অভিযান চালান। অভিযানে সহযোগিতা করেন চট্টগ্রাম পাট অধিদপ্তরের পরিদর্শক আ ন ম কামাল উদ্দিন ভূঁইয়া ও রাঙ্গুনিয়া থানার এসআই মো. ইসমাঈল হোসেন।
নির্বাহী হাকিম মো. ফখরুল ইসলাম বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় চালকলে পাটজাত মোড়ক ব্যবহার না করে কৃত্রিম মোড়ক ব্যবহার করার অভিযোগ পাওয়ায় এই অভিযান চালানো হয়। অভিযানে ঠান্ডাছড়ি এলাকার মো. হারুনের মালিকানাধীন খাজা অটো রাইচ মিল ও মো. মুছার মালিকানাধীন জমজম অটো রাইচ মিলকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। রানির হাট এলাকায় নুরুল আবছারের মালিকানাধীন আল আমিন অটো রাইচ মিল, মো. হানিফের মালিকানাধীন ছাদেক শাহ অটো রাইচ মিল, মো. আলমগীরের মালিকানাধীন মদিনা রাইচ মিল, মো. হাসানের মালিকানাধীন শাহ আমানত রাইচ মিল, আহমদ উল্লাহর মালিকানাধীন আহমদ উল্লাহ রাইচ মিলকে ৩ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। রাজানগর ইউনিয়নে অভিযানে ৭ চালকলকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।