রাঙ্গুনিয়ায় ৫শ লিটার মদসহ আটক ১

28

পাচারের লক্ষে চন্দ্রঘোনা ফেরিঘাটে ৫শ লিটার বাংলা দুচোয়ানী মদসহ এক পাচারকারীকে আটক করেছে রাঙ্গুনিয়া থানার এসআই মো. মাহাবুবসহ সঙ্গীয় ফোস। জানা যায় দীর্ঘদিন ধরে কর্ণফুলী নদী পথে একটি সংঘবদ্ধ সিন্ডকেট মদ পাচার করছে অভিযোগ রয়েছে। গত ৫ জুলাই কর্ণফুলী নদী পথে হয়ে রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা ফেরিঘাটে মদ সহ অপেক্ষা করে মদ পাচারকারী সিন্ডিকেট। গোপন সংবাদের খবর পেয়ে রাঙ্গুনিয়া থানার এসআই মো. মাহাবুব ৫শ লিটার মদসহ পাচারকারী মো. নেজাম উদ্দিনকে আটক করে। আটককৃত মদ ও পাচারকারীকে রাঙ্গুনিয়া থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা ও পাচারকারীকে জেল হাজতে পাঠানো হবে বলে জানায় রাঙ্গুনিয়া থানা। উল্লেখ্য, সম্প্রতি কাপ্তাই থেকে মদ উৎপাদন করে রাঙ্গুনিয়ার কর্ণফুলী নদী পথে ও চন্দ্রঘোনা ফেরিঘাট, চন্দ্রঘোনা মিশন ঘাট ও চন্দ্রঘোনা রিচুবাগান হয়ে নানা যানবাহনে করে মদ পাচার করছে কয়েকটি মদ পাচারকারী সিন্ডকেট। তার মধ্যে মহিলারা কোমরে স্যালাইন ভর্তি করে মদ পাচার করছে। মদ চট্টগ্রাম শহরে পাচার কওে মদ পাচারকারী সিন্ডকেট ব্যাপক অর্থের মালিক হযেছে। রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে কোন ছাড় নেউ। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।