রাঙ্গুনিয়ায় ২০ কেজি কৃত্রিম জেলিযুক্ত চিংড়ি জব্দ

73

রাঙ্গুনিয়ার একটি বাজারে অভিযান চালিয়ে ২০ কেজি কৃত্রিম জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে একটি অভিযান চালান। অভিযানে সহায়তা করেন উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে জানান, উপজেলার রোয়াজার হাট বাজারে জেলিযুক্ত চিংড়ি বিক্রির খবর পেয়ে অভিযানটি চালানো হয়। অভিযানে চিংড়ি মাছের মাথায় কৃত্রিম জেলি পাওয়ায় ২০ কেজি চিংড়ি জব্দ করে তা নষ্ট করে ফেলা হয়।
রাঙ্গামাটি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক এম এ মোরশেদ বলেন, কৃত্রিম জেলি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। দীর্ঘ সময় ধরে কৃত্রিম জেলি খেলে দেহের কোষের পরিবর্তন হতে পারে। এমনকি ক্যান্সারও হওয়ার সম্ভাবনা রয়েছে।
­