রাঙ্গুনিয়ায় সেরা মৎস্য খামারী পুরস্কার পেলেন এনায়েতুর

26

রাঙ্গুনিয়ায় সেরা মৎস্য খামারী পুরস্কার পেয়েছেন আবিদা এগ্রো ফিশারিজ ফার্মের ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহিম। কার্প জাতীয় মিশ্র চাষে সফলতার জন্য তিনি এ পুরস্কার পেয়েছেন। গত ১৮ জুলাই উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান তার হাতে এ পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন সহকারী মৎস্য কর্মকর্তা শিমুল বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম চৌধুরী, শিক্ষা কর্মকর্তা মো. জহির উদ্দীন, উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম, হিসাব রক্ষণ কর্মকর্তা ফেরদৌস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল কান্তি চাকমা, উপজেলা সমবায় কর্মকর্তা দিবাকর দাশ মান্না ও তথ্যসেবা কর্মকর্তা রোখসানা খাতুন নার্গিস। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্য দপ্তরের মাঠ কর্মকর্তা মো. ওবাইদুল হক, মৎস্য স¤প্রসারণ প্রতিনিধি খোরশেদ আলম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালক ছিলেন লিফ নুর মোহাম্মদ আজাদ। অনুষ্ঠানে এনায়েতুর রহিম ছাড়াও মনোসেক্স তেলাপিয়া মাছ উৎপাদনে অনন্ত মার্মা চৌধুরী ও মাছের পোনা উৎপাদনে প্রভাত দাশকেও সফল মৎস্য চাষীর পুরস্কার তুলে দেয়া হয়।