রাঙ্গুনিয়ায় সরকারি আদেশ অমান্য করায় জরিমানা

54

রাঙ্গুনিয়ায় সরকারি আদেশ অমান্য করে সিএনজি চালিত অটোরিক্সা চালানোর দায়ে ১১ পরিবহণকে ৫ হাজার ৬০০ টাকা ও দোকান খোলা রাখার দায়ে ৭ দোকানকে ৭ হাজার ৪০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গত সোমবার ৬ এপ্রিল বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত রাঙ্গুনিয়ারবিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান এবং নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) মো. ফখরুল ইসলাম।
আদালতকে সহযোগিতা করেন রাঙ্গুনিয়াথানা পুলিশ। ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, সরকারি আদেশ অমান্য করে পরিবহণ চালানো ও দোকান খোলা রাখার দায়ে জরিমানা করা হয়। রাগুনিয়ার বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত রয়েছে। সরকারি অদেশ অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনে কারাদন্ড দেয়া হবে।