রাঙ্গুনিয়ায় সমাজসেবা মন্ত্রণালয়ের মালিকানাধীন যুবসংঘ বেদখল

35

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ পোমরার ঐতিহ্যবাহী যুবসংঘ দখল করে দোকান নির্মাণ করছে স্থানীয় প্রভাবশালী মহল। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিজস্ব জমির উপর প্রতিষ্ঠিত সংগঠনটি বেদখল রোধ করতে সদস্যরা থানা ও উপজেলা প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন। জানা যায়, রমেন মাতব্বর বৃটিশ আমলে রাঙ্গুনিয়ার একাংশের জমিদার ছিলেন। সংস্কৃতি প্রিয় উক্ত জমিদারের উঠানে ১৯ শত শতাব্দীর শুরু থেকে তিনদিন ব্যাপী নাটক ও সংস্কৃতির মেলা বসতো। এরই ধারাবাহিকতায় পাকিস্তান আমলে দক্ষিণ পোমরায় বলাকা সংসদ গড়ে তোলে যুব সমাজ। উক্ত সংগঠনের সদস্যরা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ বিভিন্নভাবে সহযোগিতা করেন। স্বাধীনতা পরবর্তী যুব সমাজকে সংগঠিত করার পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সহযোগিতা করতে স্থানীয় সমাজসেবক ও শিক্ষানুরাগী আবদুল মতিন চৌধুরী ৬৭৯০ নম্বর দলীলমূলে সমাজসেবা অধিদপ্তরকে সাড়ে ১৬ শতক জমি দান করেন। উক্ত জমিতে সমাজসেবা অধিদপ্তর স্থাপনা নির্মান করে তখন থেকে দরিদ্রদের আর্থিক সাহায্যসহ সংস্কৃতি শিক্ষার কার্যক্রম পরিচালনা করে আসছে। স¤প্রতি পোমরা মতোওয়াল্লী পাড়ার জসিম উদ্দীন উক্ত যুবকল্যাণ সংঘের জমি দখল করে দোকান নির্মান করা শুরু করে। স্থানীয়রা বিষয়টি রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সমাজসেবা কর্মকর্তাকে অবহিত করেন। রাঙ্গুনিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হাসান উপরোক্ত বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহন করতে গত ১১ সেপ্টেম্বর সমাজসেবা অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কর্মকর্তা ও রাঙ্গুনিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এই বিষয়ে রাঙ্গুনিয়া থানার ওসি ইমতিয়াজ ভ‚ইয়া জানান, সমাজসেবা কর্মকর্তা বিষয়টি জানানোর সাথে সাথে ফোর্স পাঠিয়ে কাজ বন্ধ করতে বলা হয়েছে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হাসান বলেন, ‘স্থানীয় জসীম উদ্দিন সমাজসেবা অধিদপ্তর মালিকানাধীন জায়গায় ভবন নির্মাণ করছে। আমরা থানা ও উর্ধ্বতন কতৃপক্ষকে জানিয়েছি। পরবর্তীতে উপরের নির্দেশনা অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।’