রাঙ্গুনিয়ায় সন্ত্রাসী আইয়ুব গুলিবিদ্ধের ঘটনায় থানায় মামলা

25

সন্ত্রাসী আইয়ুব আলীর উপর গুলিবিদ্ধের ঘটনায় রাঙ্গুনিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। গত ৬ সেপ্টেম্বর রাত ১টার দিকে তার স্ত্রী জাহিদা বেগম (৪৫) বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলায় উপজেলার ইসলামপুর ইউনিয়নের সাদেকনগর লম্বারবাড়ি এলাকার আবদুস সাত্তারের পুত্র মো. মহসিন (৩৫), তার ভাই মো. হাসান (৪২) এবং দক্ষিণ রাজানগর ইউনিয়নের আবদুস সোবাহানের পুত্র মো. ওয়াকিল (৫০) সহ আরও অজ্ঞাতনামা ৩ জনকে বিবাধী করা হয়েছে। রাঙ্গুনিয়া থানার ওসি ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূঞা মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘থানায় মামলা দায়ের হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ উল্লেখ্য গত ৫ অক্টোবর রাত পৌনে ৮টার দিকে তার লালানগরের ফকিরাঘোনা এলাকা থেকে মোটরসাইকেলে করে ধামাইরহাটের দিকে যাওয়ার পথে পেছন থেকে একটি সিএনজি অটোরিক্সা তাকে অতিক্রম করে গুলি ছুড়ে। এতে তার সমস্ত মুখমন্ডলে গুরুতর ক্ষতের সৃষ্টি হয়। বর্তমানে সে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।