রাঙ্গুনিয়ায় শিক্ষা মেলা

29

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ৭ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর অংশ হিসেবে গত ১৪ মার্চ দিনব্যাপী শিক্ষামেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় উপজেলার ১৫০টি প্রাথমিক বিদ্যালয় নিয়ে বিভক্ত ৭টি ক্লাস্টারের ৭টি স্টল বসানো হয়। যেখানে শিক্ষামূলক বিভিন্ন উপকরণের পাশাপাশি প্রাথমিকে পাঠদানের নানা আধুনিক পদ্ধতি উপকরণের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভা উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জহির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান। সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী দিদারুল আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, নির্বাচন কর্মকর্তা তনুশ্রী গুৎস্বামী, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা লায়লা বিলকিস, শিবলু দাশ, জিসা চাকমা প্রমুখ। অনুষ্ঠান শেষে রাজানগর, মরিয়মনগর ও পোমরা ক্লাস্টারের স্টল তিনটিকে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় নির্বাাচিত করে পুরষ্কার প্রদান করা হয়। এছাড়াও সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ এসএমসি সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী, শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী জসিম উদ্দিন শাহ, শ্রেষ্ঠ শিক্ষক কাজী আহসান উদ্দিন, শ্রেষ্ঠ শিক্ষিকা পারভিন আক্তার, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ঘাগড়া সাতঘরিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শ্রেষ্ঠ কাব শিক্ষক হিসেবে এ.কে.এম মাহমুদুল আলম তালুকদার।