রাঙ্গুনিয়ায় শিক্ষা অন্বেষার মেধাবৃত্তি পুরষ্কার বিতরণ

65

রাঙ্গুনিয়ায় শিক্ষা অন্বেষা মেধাবৃত্তির পুরষ্কার বিতরণ, শিশু মেলা ও গুনী শিক্ষক-শিক্ষানুরাগী সংবর্ধনা গত ৮ মার্চ বিকেলে চট্টগ্রাম শিক্ষা অন্বেষা ফাউন্ডেশন (সাফ্) এর আয়োজনে রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা অন্বেষা মেধাবৃত্তি পরীক্ষা কমিটি রাঙ্গুনিয়া উপজেলা শাখার আহবায়ক ডা. এস এম আবুল ফজলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ মানবাধিকার কমিশন রাঙ্গুনিয়া উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ কে এম মুছা। সংবর্ধিত অতিথি ছিলেন পোমরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহির আহমেদ চৌধুরী, শিক্ষক মোহাম্মদ সৈয়দ নুর, এম. ইস্কান্দর মিয়া তালুকদার।
বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক মির্জা মুহাম্মদ শহীদুল্লাহ, সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নিজাম উদ্দিন বাদশা, শিক্ষা অন্বেষা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. জসিম উদ্দিন চৌধুরী, রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সভাপতি আকাশ আহমেদ, বেতাগী ইউপি সদস্য সৈয়দ আবুল মনছুর, বক্তব্য রাখেন মেধাবৃত্তি রাঙ্গুনিয়া কমিটির সচিব আবদুল গফুর, চট্টগ্রাম শিক্ষা অন্বেষা ফাউন্ডেশনের সদস্য মো. ফরিদ মিয়া প্রমুখ। আলোচনা সভা শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।-রাঙ্গুনিয়া প্রতিনিধি