রাঙ্গুনিয়ায় রোটারী কমিউনিটি কোরের প্রতিষ্ঠাবার্ষিকী

36

রাঙ্গুনিয়ায় রোটারী কমিউনিটি কোরের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে মৌসুমী সাহিত্য প্রতিযোগীতার পুরস্কার বিতরন, রোটারী শিক্ষাবৃত্তি প্রদান, গাছের চারা বিতরন, চক্ষু শিবির ও আলোচনা সভা গত ৪ অক্টোবর সকালে উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রথমার্ধে চারা রোপণ ও চক্ষু শিবিরের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। রোটারী কোরের উদ্যোগে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল থেকে আসা ডাক্তাররা প্রায় ২৫০ জন চক্ষু রোগী দেখেন এবং বিনামূল্যে তাদের ঔষধ সরবরাহ করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জসিম উদ্দিন তালুকদার। প্রধান অতিথি ছিলেন রোটারী ক্লাব অব চট্টগ্রাম ডাউনটাউনের সভাপতি রোটারিয়ান পি.পি. এ কে আজাদ আরএফএসএম। প্রধান বক্তা ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রাল, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক ৩১৫-বি-৪ বাংলাদেশ সভাপতি লায়ন শফিকুল ইসলাম। বিশেষ বক্তা ছিলেন দক্ষিণ রাজানগর ইউপি চেয়ারম্যান আহমদ ছৈয়দ তালুকদার। স্বাগত বক্তব্য দেন আর.সি.সি স্টুডেন্ট ফোরামের সাবেক সভাপতি মীর লোকমান হাকীম। শিক্ষক মো. আজিজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ মানবাধিকার কমিশন রাঙ্গুনিয়া উপজেলার নির্বাহী সভাপতি এডভোকেট মো. সেকান্দর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এস এম আবুল ফজল, উত্তর রাঙ্গুনিয়া রোটারী কোরের সভাপতি ইসকান্দর মিয়া তালুকদার, উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন, উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রী কলেজের উপাধাক্ষ মো. কামাল উদ্দিন, রোটারী ক্লাব অব চট্টগ্রাম ডাউনটাউনের রোটারীয়ান ও লায়ন্সবৃন্দ।